ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫, ১১:১১ এএম
আপডেট: বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫, ১১:১১ এএম
বৃহস্পতিবার ফজরের নামাজের পর থেকে শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের প্রান্তরে লাখ লাখ হাজী মগ্ন রয়েছেন জিকির, দোয়া ও আত্মমর্যাদার প্রশান্ত আরাধনায়।
সৌদি গেজেটের বরাতে জানা গেছে, বিশ্বের ১৫০টিরও বেশি দেশ থেকে আগত প্রায় ১৫ লাখ মুসল্লি বর্তমানে মিনায় অবস্থান করছেন। সেখানে তাঁবু শহরের মতো গড়ে তোলা হয়েছে আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে।
🔸 সূর্যাস্তে মাগরিব-এশা মিলিয়ে নামাজ, এরপর মুজদালিফা যাত্রা
আরাফাতে অবস্থান শেষে সূর্যাস্তের পর হাজীরা একত্রে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন। এরপর রওনা হবেন মুজদালিফার উদ্দেশ্যে। সেখানে রাতযাপন শেষে সংগ্রহ করবেন শয়তানকে নিক্ষেপ করার জন্য পাথর।
🔒 নজিরবিহীন নিরাপত্তা, ড্রোন-এআইতে ২৪ ঘণ্টা নজরদারি
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হজের নিরাপত্তায় এ বছর ১৫ হাজারেরও বেশি সিসিটিভি ক্যামেরায় ঢাকা হয়েছে গোটা মক্কা নগরী। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ও ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।
🕌 ধর্মীয় দিকনির্দেশনায় নিয়োজিত শীর্ষ আলেমরা
সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আল-শেখ নিজ বাসভবনে হাজীদের প্রশ্ন গ্রহণ করেন এবং পাঁচজন বরেণ্য আলেমকে দায়িত্ব দিয়েছেন হজ সংক্রান্ত ফতোয়া ও দিকনির্দেশনার জন্য।
হজের শ্লোগান হিসেবে পরিচিত “তালবিয়া” পাঠের মধ্য দিয়েই হাজীরা প্রবেশ করেন হজের মূল ইবাদতে। এটি ইসলামের তাওহিদের মর্মবাণীকে প্রতিধ্বনিত করে, যেখানে এককভাবে আল্লাহর আহ্বানে সাড়া দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
#হজ২০২৫
#আল্লাহুম্মালাব্বাইক
#আরাফাত
#তালবিয়া
#মিনা
#মুজদালিফা
#মক্কা
#হাজী
#ইসলাম
#সৌদিআরব
#নিরাপত্তা
#ড্রোননজরদারি