ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৫
আপডেট : ২১ মে ২০২৫
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির দেশটির ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে ফিল্ড মার্শাল পদে উন্নীত হয়েছেন। এই পদটি পাকিস্তানের সেনাবাহিনীতে সর্বোচ্চ, পাঁচ-তারা সম্মানসূচক এবং মূলত যুদ্ধকালীন সময়ে দেওয়া হয়ে থাকে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (২০ মে) প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ-এর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
এর আগে, পাকিস্তানের সাবেক স্বৈরশাসক জেনারেল আইয়ুব খান ১৯৫৯ সালে নিজেকে এই পদে পদোন্নতি দিয়েছিলেন।
সম্প্রতি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার জেরে ভারত-পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে আসিম মুনিরের নেতৃত্বে সেনাবাহিনীর ‘কঠোর জবাব’কে স্বীকৃতি দিতেই তাকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি রাষ্ট্রায়ত্ত টেলিভিশন পিটিভি।
পদোন্নতির পর এক বিবৃতিতে আসিম মুনির বলেন,
“এই মর্যাদা শুধু আমার নয়, এটি গোটা জাতির, শহীদদের এবং পাকিস্তানের সশস্ত্র বাহিনীর।”
তিনি আরও বলেন,
“এই র্যাংক হলো জাতির আস্থা, আত্মত্যাগ ও ভালোবাসার প্রতীক।”
যদিও বড় ধরনের হামলা-পাল্টা হামলা থেমে গেছে, তবে সীমান্তে উত্তেজনা বজায় রয়েছে।
পাক সেনাপ্রধান হুঁশিয়ারি দিয়েছেন—
“পাকিস্তান শান্তি চায়, তবে সম্মানের প্রশ্নে পিছু হটবে না।”
অপরদিকে ভারত জানিয়েছে,
“অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি। উস্কানি পেলে আবারও প্রতিরোধ হবে।”
২০২২ সালের নভেম্বরে জেনারেল কামার জাভেদ বাজওয়ার স্থলাভিষিক্ত হয়ে পাকিস্তানের ১১তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেন আসিম মুনির
২০২৪ সালে তার মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করা হয়
সেনাপ্রধান হওয়ার আগে তিনি ছিলেন আইএসআই প্রধান, পাকিস্তানের সবচেয়ে প্রভাবশালী গোয়েন্দা সংস্থা
২০১৯ সালের পুলওয়ামা হামলার সময় আইএসআই-এর নেতৃত্বে ছিলেন তিনি, তখন ভারত-পাকিস্তান সম্পর্ক চরম উত্তেজনার মুখে পড়ে
📌 তথ্যসূত্র: রয়টার্স, পিটিভি, এএফপি