ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ০৮:৫৪ এএম
আপডেট: মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ০৮:৫৪ এএম
ভোভচানস্কের কাছে ইউক্রেনীয় সৈন্যদের সঙ্গে বৈঠকের পর এক্স-এ পোস্ট করে জেলেনস্কি জানান:
“আমরা এমন সৈন্যদের বিরুদ্ধে লড়াই করছি, যারা রাশিয়ার হয়ে যুদ্ধ করতে এসেছে পাকিস্তান, চীন, তাজিকিস্তান, উজবেকিস্তান ও আফ্রিকার কিছু দেশ থেকে।”
তিনি আরও বলেন, যারা রাশিয়ার পক্ষে লড়ছে, তাদের জন্য “কঠিন পরিস্থিতি” অপেক্ষা করছে।
এর আগে দক্ষিণ কোরিয়া প্রমাণসহ অভিযোগ করে যে রাশিয়ার হয়ে লড়াই করছে উত্তর কোরিয়ার সৈন্যরা।
আন্তর্জাতিক মহলে এ নিয়ে ব্যাপক আলোচনা হয়।
এবার চীন ও পাকিস্তানের মতো কৌশলগত শক্তিধর দেশগুলোর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করলেন জেলেনস্কি।
তবে এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং এখন পর্যন্ত অভিযুক্ত দেশগুলো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি।
জেলেনস্কি খারকিভ অঞ্চলের ৫৭তম ব্রিগেডের ১৭তম ব্যাটালিয়নের সৈন্যদের সঙ্গে দেখা করেন।
তিনি বলেন, ড্রোন সরবরাহ, বাজেট বরাদ্দ, ও নিয়োগ নিয়ে ফ্রন্টলাইনে সরাসরি আলোচনা হয়েছে।
একই সময় ডোনেটস্ক অঞ্চলের পোকরোভস্ক শহরের চারপাশেও তীব্র লড়াই চলছে, যেখানে ইউক্রেনীয় বাহিনী কিছুটা অগ্রগতি দাবি করছে।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে তুরস্কের ইস্তাম্বুলে কয়েক দফা গোপন বৈঠক হলেও যুদ্ধবিরতির কোনো আশু সম্ভাবনা দেখা যাচ্ছে না।
আল জাজিরার ইউক্রেন প্রতিনিধি চার্লস স্ট্র্যাটফোর্ড বলেন:
“জেলেনস্কির এই অভিযোগ এখনই যাচাই করার সুযোগ নেই। তবে এটি যুদ্ধের আন্তর্জাতিকীকরণের একটি নতুন মাত্রা দিতে পারে।”
বিশেষজ্ঞদের মতে, জেলেনস্কির এই অভিযোগ শুধু সামরিক পর্যায়ে নয়, কূটনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।
চীন ও পাকিস্তানের নাম আসায় আঞ্চলিক রাজনীতিতে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে।
মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা জোটের জন্য এটি রাশিয়ার বিরুদ্ধে চাপ সৃষ্টির নতুন সুযোগ তৈরি করতে পারে।
#UkraineWar2025
#ZelenskyyStatement
#RussiaChinaPakistan
#ForeignMercenaries
#UkraineKharkiv
#Geopolitics
#RussiaUkraineConflict
#WarUpdate