ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫
আপডেট : ১৭ জুলাই ২০২৫
স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে হোয়াইট হাউসে এক বৈঠকের আগে ট্রাম্প এই মন্তব্য করেন। বৈঠকটি প্রেসের জন্য ‘ক্লোজড’ হিসেবে চিহ্নিত থাকলেও সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার রেওয়াজ রয়েছে।
ট্রাম্প তার মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফকে উদ্দেশ করে বলেন, “আমাদের গাজা নিয়ে কিছু ভালো খবর আছে এবং আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে উচ্চপর্যায়ে কাজ করছি। আপনি দারুণ কাজ করছেন।”
এই মন্তব্য এমন এক সময় এসেছে, যখন কাতারে ইসরাইল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় ইস্যুতে।
আনাদোলু এজেন্সি জানায়, ৬ জুলাই দোহায় শুরু হওয়া আলোচনায় গত ২৪ ঘণ্টায় নাটকীয় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যমগুলো।
ইসরাইলের চ্যানেল ১৩ এক প্রতিবেদনে বলেছে, আলোচনার পথে এখন "কোনো বড় বাধা নেই"। এক ইসরাইলি কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা থেকে সেনা প্রত্যাহারে নমনীয়তা প্রদর্শনের অনুমোদন দিয়েছেন, যা আলোচনায় গতি এনেছে।
বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের মন্তব্য যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা আরও দৃঢ় করলো।
#গাজা #ট্রাম্প #মধ্যপ্রাচ্য #ইসরাইল_হামাস #যুদ্ধবিরতি #কাতার #মার্কিন_প্রেসিডেন্ট #Gaza #DonaldTrump #MiddleEastPeace #BreakingNews