ফিলিস্তিনের গাজায় চলছে অব্যাহত ইসরায়েলি হামলা, যেখানে হাজার হাজার নিরীহ বেসামরিক নাগরিক জীবন হারাচ্ছেন। বিশ্বনেতারা বারবার স্থায়ী যুদ্ধবিরতি ও অবাধ মানবিক সহায়তা প্রবেশের আহ্বান জানাচ্ছেন। কিন্তু জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সর্বশেষ প্রস্তাবও ভেস্তে গেল যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে।
বুধবার নিউইয়র্কে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে যুক্তরাষ্ট্র একমাত্র দেশ হিসেবে প্রস্তাবের বিরুদ্ধে ভোট প্রদান করে। বাকিরা সবাই গাজায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা প্রবেশের পক্ষে ভোট দেন।
প্রস্তাবে হামাসসহ সকল পক্ষের কাছ থেকে জিম্মিদের মর্যাদাসহ নিঃশর্ত মুক্তির দাবি করা হয়েছিল এবং গাজার ওপর থেকে সকল মানবিক সাহায্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ ছিল।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি বলেন, তারা কোনো প্রস্তাব মেনে নেবে না যা ইসরায়েলের আত্মরক্ষার অধিকার ও হামাসের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করে না। মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইসরায়েল নিজেকে রক্ষা করার পূর্ণ অধিকার রাখে।
#গাজা #যুদ্ধবিরতি #জাতিসংঘ #যুক্তরাষ্ট্র #মানবিকসহায়তা #ইসরায়েল #হামাস #ভেটো #বিশ্বরাজনীতি
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2026 International Television All Rights Reserved | Design by Code Witchers