সোমবার (১৭ মার্চ) রাতে রোয়াটান দ্বীপ থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই হন্ডুরাসের ক্যারিবিয়ান উপকূলে বিমানটি বিধ্বস্ত হয়। খবর রয়টার্সের।
কর্তৃপক্ষ জানায়, বিমান সংস্থা ল্যানসা পরিচালিত জেটস্ট্রিম বিমানটিতে ১৪ যাত্রী এবং তিনজন ক্রু সদস্য ছিলেন।
হন্ডুরাসের পরিবহনমন্ত্রী জানান, দ্বীপের উপকূল থেকে প্রায় ১ কিলোমিটার দূরে ধ্বংসাবশেষটি পাওয়া গেছে।
বিমানটি হন্ডুরাসের মূল ভূখণ্ডের লা সেইবা বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। ঘটনার পরপরই পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উদ্ধার অভিযান শুরু করে বলে জানানো হয়েছে।
জাতীয় পুলিশের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, অফিসার এবং অন্যান্য উদ্ধারকর্মীরা জীবিত যাত্রীদের স্ট্রেচারে করে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছেন।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে বিমান সংস্থাটি কোনও সাড়া দেয়নি।
হন্ডুরাস উপকূলের কাছে বে দ্বীপপুঞ্জের বৃহত্তম রোয়াটান দ্বীপটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং এর প্রাণবন্ত প্রবাল প্রাচীরের জন্য বিখ্যাত।
এদিকে রোয়াটান ফায়ার সার্ভিসের ক্যাপ্টেন ফ্র্যাঙ্কলিন বোর্জাস নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রেসিডেন্ট শ্রীমতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য অংশীদারিত্বকে এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তারা। ...
পরিচালক: কামরুজ্জামান হেলাল।
3180 Braeburn Circle Ann Arbor, Michigan 48108 USAফোন : +1(734) 678-4149
। ই-মেইল: [email protected]
2025 ITV Live All Rights Reserved. Developed By Software Sorcerers.