ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫
আপডেট : ১৭ জুলাই ২০২৫
দুবাহারার এই অগ্নিকাণ্ডের ঘটনায় ওয়াসিত প্রদেশের উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে ১৪টি পোড়া মরদেহ উদ্ধার করেছে এবং ভবন থেকে ৪৫ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।
একজন স্বাস্থ্য কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, নিহতদের মধ্যে ৫৯ জনের পরিচয় শনাক্ত করা গেছে। তবে একটি মরদেহ এতটাই পুড়ে গেছে যে, সেটিকে চিহ্নিত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, আল কুত শহরের পাঁচতলা একটি ভবনে আগুন দাউদাউ করে জ্বলছে, আর দমকল কর্মীরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে আনতে।
ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মায়াহি জানান, আগুনটি একটি হাইপারমার্কেট এবং সংলগ্ন একটি রেস্তোরাঁয় ছড়িয়ে পড়ে। ঘটনার সময় সেখানে অনেক পরিবার কেনাকাটা ও রাতের খাবার খাচ্ছিল। ফায়ার সার্ভিসের সদস্যরা বহু মানুষকে নিরাপদে উদ্ধার করতে পেরেছেন বলে জানান তিনি।
আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
#ইরাক #আল_কুত #অগ্নিকাণ্ড #মৃত্যু #শপিং_মল #আন্তর্জাতিক_সংবাদ #FireIncident #BreakingNews #IraqFire #WasitProvince