মিজান অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, “সম্পূর্ণ বিচারিক প্রক্রিয়া শেষে এবং সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী মজিদ মোসাইবি আজ সকালে ফাঁসি কার্যকর করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি মোসাদের পক্ষ থেকে সংবেদনশীল তথ্য ফাঁস করার চেষ্টা করেছিলেন।”
এটি ইরানে মোসাদের বিরুদ্ধে চালানো গুপ্তচরবৃত্তির দায়ে মৃত্যুদণ্ড কার্যকর করার একটি নতুন ঘটনা। এর আগে গত ১৬ জুন ইসমাইল ফকরি নামের আরেক মোসাদ এজেন্টের ফাঁসি হয়েছিল।
মিজান অনলাইনের খবরে আরও বলা হয়েছে, ইরানের সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের রায় বহাল রেখে এই ফাঁসির আদেশ নিশ্চিত করেছে। চলতি বছর ইরানে মোট চারজনকে মোসাদের জন্য গুপ্তচরবৃত্তির দায়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
গত ১৩ জুন ইসরায়েলের বিমান হামলার পর থেকে ইরান বিভিন্ন ব্যক্তিকে ইসরায়েলের পক্ষে গোয়েন্দাগিরির অভিযোগে গ্রেপ্তার করেছে।
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2026 International Television All Rights Reserved | Design by Code Witchers