সংবাদমাধ্যম শাফাক নিউজ-এর বরাত দিয়ে জানা যায়, আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ডে সংঘটিত যুদ্ধাপরাধ সংক্রান্ত তদন্ত অব্যাহত থাকবে, এবং এ নিয়ে ইসরায়েলের আপত্তিগুলো এখনও পর্যালোচনার পর্যায়ে রয়েছে।
এর আগে গাজা যুদ্ধে সংঘটিত কথিত মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক আদালত।
বিশ্বজুড়ে গাজার মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। সাম্প্রতিক এই রায়কে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে কূটনৈতিক চাপ ও উত্তেজনা আরও বেড়ে যেতে পারে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন।
#নেতানিয়াহু #আইসিসি #গ্যালান্ট #গাজা #ইসরায়েল #যুদ্ধাপরাধ #আন্তর্জাতিক_আদালত #মধ্যপ্রাচ্য #GazaWar #Netanyahu #ICC
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers