ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ: সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ১০:০৭ এএম
আপডেট: সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ১০:০৭ এএম
জেলেনস্কি জানিয়েছেন, গত মাসে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত এক বৈঠকে এই বিষয়ে উভয় পক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেখানে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব রুস্তেম উমেরভ এবং প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়েরমাক উপস্থিত ছিলেন।
চুক্তি অনুযায়ী, উভয় দেশ ১,২০০ যুদ্ধবন্দি বিনিময়ে সম্মত হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে আলোচনায় অংশ নেওয়া ভ্লাদিমির মেডিনস্কি জানান, অতীতেও একই সংখ্যক বন্দি বিনিময় হয়েছে এবং এবারও একই কাঠামো অনুসরণ করা হবে।
জেলেনস্কি তার এক্স (পূর্বতন টুইটার) পোস্টে লেখেন,
“প্রধান বিষয়গুলোর মধ্যে রয়েছে যুদ্ধবন্দি বিনিময় অব্যাহত রাখা। ১,২০০ জন বন্দির বিনিময়ে আমরা একটি চুক্তিতে পৌঁছেছি এবং তালিকা তৈরির কাজ চলছে।”
তিনি আরও জানান, রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে আলোচনার বিষয়টি তাকে জানিয়েছেন ইউক্রেনীয় প্রতিনিধি উমেরভ।
এছাড়াও জেলেনস্কি বলেন,
“আমরা আমাদের বেসামরিক নাগরিকদের ফেরত আনার কাজও বন্ধ করছি না। প্রতিটি ব্যক্তির তথ্য যাচাই করে পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
জেলেনস্কির মতে, ইউক্রেন কেবল রাশিয়ার সঙ্গে নয়, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য মিত্রদের সঙ্গে কূটনৈতিক সমন্বয়েও সক্রিয়ভাবে কাজ করছে।