ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫
আপডেট : ২৪ জুলাই ২০২৫
বৃহস্পতিবার (২৪ জুলাই) রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স ও তাস জানায়, দুর্ঘটনায় বিধ্বস্ত হওয়া বিমানটি সাইবেরিয়াভিত্তিক আঙ্গারা এয়ারলাইন্সের অ্যান-২৪ মডেলের। এটি চীন সীমান্তবর্তী টিন্ডা শহরের দিকে যাওয়ার সময় রাডার থেকে হারিয়ে যায়।
রুশ জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়,
“উদ্ধারকারী দল আমুর অঞ্চলের একটি দুর্গম এলাকায় জ্বলন্ত অবস্থায় বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। ঘটনাস্থলে আকাশপথে সার্চ করা হলেও জীবিত কাউকে দেখা যায়নি।”
তবে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মৃত্যুর সংখ্যা ঘোষণা করা হয়নি।
আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি ওরলোভ জানিয়েছেন,
“বিমানটিতে ৪৩ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য ছিলেন। আরোহীদের মধ্যে ৫ জন শিশু রয়েছে।”
ধারণা করা হচ্ছে, বিমানে আগুন ধরে যাওয়ার পর সেটি বিধ্বস্ত হয়।
আঙ্গারা এয়ারলাইন্সের ব্যবস্থাপনায় পরিচালিত অ্যান্টোনভ-২৪ (An-24) বিমানটি রাশিয়ার অভ্যন্তরীণ ফ্লাইটে ব্যবহৃত হয়ে আসছে।
এই বিমান মডেলটির নিরাপত্তা নিয়ে আগে থেকেই প্রশ্ন রয়েছে। গত কয়েক বছরে এই মডেলের একাধিক বিমান দুর্ঘটনার শিকার হয়েছে।
টেলিগ্রাম ও এক্স (সাবেক টুইটার)-এ দুর্ঘটনার ধ্বংসাবশেষ ও কালো ধোঁয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিস, মেডিকেল টিম ও তদন্তকারী দল।
#রাশিয়া_বিমান_দুর্ঘটনা #RussiaPlaneCrash #AmurRegionCrash #AngaraAirlines #An24Crash #টিন্ডা_বিমানবিধ্বস্ত #বিশ্ব_সংবাদ