বিবৃতিতে বলা হয়েছে, পরীক্ষার মাধ্যমে বাইডেনের প্রোস্টেটে একটি গোলাকার অংশ শনাক্ত করা হয়, এবং পরবর্তী পরীক্ষায় নিশ্চিত হয় যে, তিনি প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত। ক্যান্সারটি তার শরীরের হাড়ে ছড়িয়ে পড়েছে।
বাইডেনের স্বাস্থ্যবিষয়ক দল জানিয়েছে, গত সপ্তাহে প্রেসিডেন্টের প্রস্রাবের সমস্যা বাড়তে থাকে। এ সময় চিকিৎসকরা আরও পরীক্ষা-নিরীক্ষা করেন, এবং এর ফলস্বরূপ, তারা নিশ্চিত করেন যে তিনি প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত। ক্যান্সারটি অত্যন্ত আক্রমণাত্মক এবং এর গ্লিসন স্কোর ৯ (গ্রেড গ্রুপ ৫), যা প্রমাণ করে যে এটি হাড়ে ছড়িয়ে পড়েছে।
তবে চিকিৎসকরা জানান, এই ক্যান্সারটি হরমোন-সংবেদনশীল হওয়ায় এর চিকিৎসা সম্ভব। প্রেসিডেন্ট বাইডেন এবং তার পরিবার চিকিৎসকদের সাথে বসে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করছেন।
বাইডেনের কার্যালয়ের মুখপাত্র জানিয়েছেন, এই বিবৃতির বাইরে তারা আর কোনো মন্তব্য করবেন না।
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
বিশ্ব বাণিজ্য সংস্থায় (WTO) যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ভারত। ভারতের সরকারি এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মার্কিন গাড়ি ও যন্ত্রাংশে ২৫% শুল্ক আরোপের ফলে ভারতের প্রায় ২.৮৯ বিলিয়ন ডলারের রপ্তানি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ...
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers