তার দাবি, যে মূল্যবোধের ভিত্তিতে ফ্রান্স যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দিয়েছিল, সেটি অমান্য করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
রাফায়েল গ্লাকসম্যান তাই এই মূর্তি ফেরত চান। নিজের প্লেস পাবলিকের মধ্য-বাম আন্দোলনের এক সম্মেলনে তিনি বলেছেন, আমাদের স্ট্যাচু অব লিবার্টি ফিরিয়ে দিন।
গ্লাকসম্যান আরও বলেন, আমরা সেই আমেরিকানদের বলব যারা অত্যাচারীদের পক্ষ নিয়েছে, বৈজ্ঞানিক স্বাধীনতার দাবিতে গবেষকদের বরখাস্ত করেছে। আমরা স্ট্যাচু অব লিবার্টি আপনাকে উপহার হিসেবে দিয়েছিলাম, কিন্তু দৃশ্যত আপনি এটা ঘৃণা করেন। তাই এখানে তার বাড়িতেই এটা ঠিক থাকবে।
আমেরিকার স্বাধীনতা ঘোষণার শতবর্ষ উপলক্ষে ১৮৮৬ সালের ২৮ অক্টোবর নিউ ইয়র্ক সিটির বন্দরে স্ট্যাচু অফ লিবার্টি উন্মোচন করা হয়েছিল। ফরাসি জনগণ মূর্তিটি মার্কিনিদের উপহার দিয়েছিল। মূর্তিটির নকশাকারক ফরাসি শিল্পী ফ্রেডেরিক বার্থোলডি। ১৯২৪ সালে মার্কিন সরকার এটিকে জাতীয় স্মৃতিস্তম্ভ ঘোষণা করে।
বামপন্থি রাজনীতিবিদ রাফায়েল গ্লাকসম্যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধের বিষয়ে মার্কিন নীতির আমূল পরিবর্তনের তীব্র সমালোচনা করেছেন। তিনি ইউক্রেনের একজন কট্টর সমর্থক।
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রেসিডেন্ট শ্রীমতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য অংশীদারিত্বকে এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তারা। ...
পরিচালক: কামরুজ্জামান হেলাল।
3180 Braeburn Circle Ann Arbor, Michigan 48108 USAফোন : +1(734) 678-4149
। ই-মেইল: [email protected]
2025 ITV Live All Rights Reserved. Developed By Software Sorcerers.