ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫
আপডেট : ০৬ জুলাই ২০২৫
বন্যা দুর্গত এলাকা থেকে ৮৫০ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
উদ্ধার অভিযানে ব্যবহার করা হচ্ছে:
🚁 হেলিকপ্টার
🚤 নৌকা
🛸 ড্রোন
👨🚒 শত শত উদ্ধারকর্মী
টেক্সাস গভর্নর গ্রেগ অ্যাবট বলেন, “নিখোঁজ প্রত্যেক ব্যক্তিকে খুঁজে বের করাই এখন আমাদের প্রধান অগ্রাধিকার। পুরো প্রশাসন এই কাজে নিয়োজিত রয়েছে।”
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন, “এই সংকটে টেক্সাস প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে কেন্দ্রীয় সরকার। প্রয়োজনীয় সব সহায়তা পাঠানো হচ্ছে।”
বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল থেকেই টেক্সাসে ভারী বৃষ্টিপাত শুরু হয়। সন্ধ্যার দিকে সেটি প্রবল বর্ষণে রূপ নেয়, যার ফলে সৃষ্টি হয় আকস্মিক বন্যা। জলমগ্ন হয়ে পড়ে শহরের রাস্তাঘাট, বসতি ও প্রশাসনিক ভবন।
কের শহর: সর্বোচ্চ প্রাণহানি
ট্র্যাভিস ও বার্নেট: ক্ষয়ক্ষতির পাশাপাশি জনপদ বিচ্ছিন্ন
আঞ্চলিক বিদ্যুৎ ব্যবস্থা: আংশিকভাবে বিপর্যস্ত
#TexasFlood2025
, #KerCityDisaster
, #FlashFlood
, #USNaturalDisaster
, #TexasEmergency
, #FloodRelief
, #GlobalClimateImpact
, #DonaldTrumpStatement
, #GregAbbottUpdate
, #RescueOperations