ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ০৯:০৭ এএম
আপডেট: মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ০৯:০৭ এএম
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, গ্লোবাল সাউথের দেশগুলোকে রাজনৈতিকভাবে চাপে রাখতেই এই অর্থনৈতিক কৌশল গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিশ্বের একাধিক দেশের উপর নতুন শুল্ক আরোপের ঘোষণা আসার কয়েকদিনের মাথায় এই কড়া প্রতিক্রিয়া জানাল রাশিয়া।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেন,
“ট্রাম্পের এই শুল্কনীতি হলো গ্লোবাল সাউথের সার্বভৌমত্বে সরাসরি হস্তক্ষেপ এবং তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের প্রচেষ্টা।”
তিনি যুক্তরাষ্ট্রের এই নীতিকে নব্য উপনিবেশবাদী এজেন্ডা হিসেবে উল্লেখ করেন এবং বলেন,
“ওয়াশিংটন এখনো আন্তর্জাতিক মঞ্চে আধিপত্য ধরে রাখতে চায়, এবং এজন্য স্বাধীন পথ বেছে নেওয়া দেশগুলোর ওপর চাপ প্রয়োগ করছে।”
যুক্তরাষ্ট্র রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে অর্থনৈতিক চাপ দিচ্ছে
আন্তর্জাতিক ক্ষেত্রে সত্যিকারের বহুপাক্ষিক সহযোগিতা বাধাগ্রস্ত হচ্ছে
‘নতুন বিশ্বব্যবস্থার’ অগ্রগতি থামাতে শুল্ক ও নিষেধাজ্ঞাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে আমেরিকা
‘অবৈধ একতরফা নিষেধাজ্ঞা’ প্রতিরোধে রাশিয়া প্রস্তুত
জাখারোভা বলেন, রাশিয়ার নেতৃত্বাধীন ব্রিকস জোট (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা) এখন অনেক বিস্তৃত।
২০২৪ সালে এই ব্লকে যুক্ত হয়:
মিশর
ইথিওপিয়া
ইরান
সংযুক্ত আরব আমিরাত
চলতি বছর (২০২৫) ইন্দোনেশিয়াও ব্রিকসে যোগ দিয়েছে।
তিনি আরও জানান,
“এই অংশীদার রাষ্ট্রগুলোর সহযোগিতা এবং সমর্থন আমাদের সামনে এগিয়ে যেতে শক্তি জোগায়। আমরা যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
বিশ্ব রাজনীতিতে এখন এক নতুন ভূ-অর্থনৈতিক সংঘাতের আবির্ভাব ঘটছে। যুক্তরাষ্ট্রের ট্রাম্প নেতৃত্বাধীন প্রশাসন যেখানে ‘আমেরিকা ফার্স্ট’ নীতি দিয়ে বাণিজ্যিক চাপ সৃষ্টি করছে, সেখানে রাশিয়া ও তার মিত্র রাষ্ট্রগুলো বহুপাক্ষিক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছে।
#TrumpTariffs #RussiaUSRelations #MariaZakharova #BRICS #GlobalSouth #USSanctions #Sovereignty #NeoColonialism #InternationalPolitics #TradeWar