ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫
আপডেট : ২৪ জুলাই ২০২৫
ঘটনাটি ঘটেছে এসকিসেহির প্রদেশে, যেখানে বনভূমিতে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় হঠাৎ বাতাসের দিক পরিবর্তন হওয়ায় কর্মীরা দাবানলের ফাঁদে পড়ে যান।
তুরস্কের কৃষি ও বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি এক বিবৃতিতে জানান:
“দুর্ভাগ্যজনকভাবে ২৪ জন কর্মী আগুনের মধ্যে আটকে পড়েন। তাদের মধ্যে ৫ জন বনকর্মী এবং ৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন।”
তিনি বলেন, আহত বাকি ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
তুরস্কের সংবাদমাধ্যম বিরগুন জানিয়েছে, উদ্ধারকর্মীরা জীবন্ত দগ্ধ হয়েছেন।
নেবি হাতিপওগলু, তুর্কি পার্লামেন্টের এক সদস্য, সামাজিক যোগাযোগমাধ্যম X-এ লিখেছেন:
“আমাদের শোক প্রকাশের ভাষা নেই।”
গত রোববার থেকেই তুরস্কের বিভিন্ন এলাকায় অস্বাভাবিক তাপমাত্রা ও দমকা হাওয়া চলছে।
বিশেষ করে ইস্তাম্বুল ও আঙ্কারার মাঝামাঝি এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। বহু মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে বাধ্য হয়েছেন।
মন্ত্রী ইউমাকলি আবারও নাগরিকদের সতর্ক থাকতে ও সতর্কতামূলক পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন:
“জীবনের বিনিময়ে যারা আমাদের বন রক্ষা করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানাই।”
দেশটির বিচারমন্ত্রী জানিয়েছেন, এই ঘটনার তদন্তে দুইজন প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে।
চলতি মাসের শুরুতেও ইজমির প্রদেশের ওদেমিশ শহরে এক দাবানলে তিনজন প্রাণ হারান।
এ বছর তুরস্কে দাবানলে মোট মৃত্যুর সংখ্যা এখন ১৩ জন।
#তুরস্ক #দাবানল #Eskişehir #ForestFire #TurkeyWildfire #Erdogan #তাপপ্রবাহ #WildfireDeaths #ইব্রাহিম_ইউমাকলি #RescueWorkers #ClimateCrisis #BreakingNews #TurkishNews