ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৫
আপডেট : ৩০ জুন ২০২৫
সেফেরিহিসার ও মেন্দেরেস জেলার মধ্যবর্তী অঞ্চলে স্থানীয় সময় দুপুর ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। ইজমিরের গভর্নর সুলেমান এলবান জানিয়েছেন,
“ঘণ্টায় ১১৭ কিলোমিটার বেগে প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত বিস্তার লাভ করেছে, যার ফলে আকাশপথে হেলিকপ্টার ব্যবহার করে আগুন নেভানোর কাজও বন্ধ রাখতে হয়েছে।”
এএফপিকে দেওয়া এক প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে, উর্কমেজ গ্রামের বাসিন্দারা নিজেরাই আগুনের গতি থামাতে গাছ কেটে ফায়ারলাইন তৈরি করার চেষ্টা করছেন।
“আমাদের ঘরের খুব কাছাকাছি আগুন চলে এসেছে। সাহায্য আসার আগেই আমরা নিজেরাই রক্ষা করার চেষ্টা করছি,” — বলেন একজন বাসিন্দা।
ইজমির শহর থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে গাজিমির এলাকায় একটি ল্যান্ডফিলে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে পাশের ওটোকেন্ট শিল্পাঞ্চলে, যেখানে রয়েছে বহু গাড়ির ডিলারশিপ।
তুরস্কের জনপ্রিয় চ্যানেল এনটিভিতে সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, একটি ডিলারশিপে আগুনে গাড়ি জ্বলছে।
দাবানলের কারণে ইজমির বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে জরুরি সতর্কতা জারি করা হয়েছে।
বর্তমানে ওয়াটার বোম্বিং এয়ারক্র্যাফট এবং বড় পরিসরের স্থল দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, স্থানীয় বাসিন্দারা নিজেরা পানি দিয়ে ও মাটি ছিটিয়ে আগুন ঠেকানোর চেষ্টা করছেন। এক প্রত্যক্ষদর্শীর ভাষায়,
“আমরা ঘর ফেলে যেতে চাই না। কিন্তু আগুন এলে জীবন আর ঘর একসাথে রক্ষা সম্ভব নয়।”
#IzmirFire #TurkeyWildfire #তুরস্ক_দাবানল #ইজমির_আগুন #ForestFire #ClimateCrisis #ইউরোপ_দাবানল #জলবায়ু_পরিবর্তন #IzmirEmergency #TurkishNews #BanglaNews #আন্তর্জাতিক_খবর