শুক্রবার (২৩ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এ তথ্য প্রকাশ করে।
গত বৃহস্পতিবার ইসলামাবাদের প্রেসিডেন্ট ভবনে অনুষ্ঠিত এক বিশেষ অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে পাকিস্তানের সর্বোচ্চ সামরিক পদ ফিল্ড মার্শাল পদে পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতি প্রদানের সময় প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ উপস্থিত ছিলেন।
প্রেসিডেন্ট জারদারি বলেন, “আমরা সম্মান জানাচ্ছি আমাদের বীর সেনাদের, যারা ভারতের উসকানিমূলক আগ্রাসনের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত রক্ষা করেছেন। পুরো জাতি আপনাদের নিয়ে গর্বিত।”
শাহবাজ শরিফ বলেন, “আজকের দিনটি পাকিস্তানের জন্য গর্বময় ও ঐতিহাসিক। আমি সেনাবাহিনীর সর্বোচ্চ কমান্ডার হিসেবে জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করছি এবং তাকে সর্বোচ্চ সম্মান জানাচ্ছি।”
শাহবাজ শরিফ আরও বলেন, “ভারত এই পরাজয় কখনোই ভুলবে না।” তার ভাষ্য, সাম্প্রতিক সংঘাতে পাকিস্তান যে জয়ের স্বাক্ষর রেখেছে, তা দেশের জন্য গর্বের বিষয়।
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
ইয়েমেনের সশস্ত্র বাহিনী বৃহস্পতিবার ভোরে ইসরায়েলের তেল আবিব লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে আতঙ্কে সাইরেন বাজানো হয় রাজধানীর বিভিন্ন অংশে এবং বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়। ...
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers