ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫
আপডেট : ০১ জুলাই ২০২৫
জবাবে মাস্ক আরও চমকপ্রদ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, "সব ভর্তুকিই তুলে দিন, এখনই বন্ধ করুন।"
গত রোববার (২৯ জুন) ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে মাস্ককে উদ্দেশ্য করে লিখেন:
“ইলন মাস্ক সরকারি ভর্তুকির ওপর নির্ভরশীল। এগুলো বন্ধ হলে তাকে ব্যবসা গুটিয়ে নিজের দেশ দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হতে পারে।”
এই বক্তব্যের জবাবে মাস্ক এক্স (সাবেক টুইটার)-এ পাল্টা লেখেন:
“আমি সত্যিই বলছি—সব ভর্তুকি বন্ধ করুন।”
মাস্ক একসময় ট্রাম্প প্রশাসনের DOGE (Department of Government Efficiency)-এর প্রধান ছিলেন। কিন্তু চলতি বছরের মে মাসে তিনি পদত্যাগ করেন। এরপর থেকেই ট্রাম্প ও মাস্কের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।
বিশেষ করে ট্রাম্পের ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ নিয়ে মতবিরোধ তাদের দ্বন্দ্বে ঘি ঢালে। এই বিলের মাধ্যমে কর ছাড়ের মেয়াদ বাড়ানো, সামরিক বাজেট বৃদ্ধি ও সীমান্তে নিরাপত্তা জোরদার করার প্রস্তাব রয়েছে। সমালোচকরা বলছেন, এতে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ৩ ট্রিলিয়ন ডলার বাড়বে এবং দরিদ্রদের জন্য স্বাস্থ্যসেবা হ্রাস পাবে।
বিলের সমালোচনায় মাস্ক বলেন:
“এটা এক ধরনের ঋণের দাসত্ব।”
“দয়া করে আমাদের দেশকে দেউলিয়া করে দেবেন না।”
ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, মাস্কের ব্যবসা কার্যক্রম নিয়ে DOGE-কে দিয়ে তদন্ত চালানো যেতে পারে। তার ভাষায়:
“তদন্ত করে যদি শত শত কোটি ডলার বাঁচানো যায়, তবে সেটা যুক্তরাষ্ট্রের জন্য মঙ্গলজনক।”
মাস্কের প্রতিক্রিয়া আরও বিস্ফোরক হয়েছে যখন তিনি বলেন,
“আমেরিকার ভবিষ্যৎ রক্ষায় নতুন রাজনৈতিক দল গঠনই হতে পারে একমাত্র উপায়।”
এর নাম হতে পারে ‘আমেরিকা পার্টি’, যা রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয়ের জন্যই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে।
#TrumpVsMusk #ElonMusk #Tesla #USPolitics #GovernmentSubsidy #OneBigBeautifulBill #AmericaParty #DOGE #US2025 #DebtCrisis #EVPolicy #SpaceX #TruthSocial