এই অভিযান পরিচালিত হয়েছে হোমল্যান্ড সিকিউরিটির মন্ত্রী ক্রিস্টি নোয়েম ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিনির্ধারক স্টিফেন মিলারের নির্দেশনায়।
এনবিসি নিউজ জানায়, অধিকাংশ আটককৃতরা আগে থেকেই নজরদারির আওতায় ছিলেন এবং নিয়মিত আইসিই অফিসে রিপোর্ট করতেন। তবে, নিয়ম মেনে অফিসে যাওয়ার পরও তাদের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে হাতকড়া পরিয়ে।
কলম্বিয়ান নাগরিকের আইনজীবী মার্গারেট কারগিওলি বলেছেন, তার মক্কেল আইসিই’র সব নিয়ম মেনে চললেও আটক হয়েছেন, যা প্রশ্ন তুলেছে আইনগত ন্যায়পরায়ণতার বিষয়ে।
অভিবাসীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে, যাদের আইসিই’র অফিসে যাওয়া মানেই গ্রেপ্তারের আশঙ্কা, আর না গেলেও স্বয়ংক্রিয় নির্বাসনের ভয়। অনেক আইনজীবী বলছেন, আটককৃতদের অধিকাংশের বিরুদ্ধে নির্বাসন আদেশ ছিল না, যা আইসিই’র বক্তব্যের বিপরীত।
এই পরিস্থিতিতে মানবাধিকার সংস্থাগুলো আইসিই’র কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করছে এবং অভিবাসী সম্প্রদায়ের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে।
#যুক্তরাষ্ট্র #অভিবাসী #আইসিই #আটক #মানবাধিকার #ইমিগ্রেশন #নিরাপত্তা #বিশ্বরাজনীতি
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2026 International Television All Rights Reserved | Design by Code Witchers