মেসি দীর্ঘদিন পরে জাতীয় দলে ফিরে সতীর্থদের সঙ্গে অনুশীলনে নিজেকে ঝালিয়ে নিয়েছেন। কোচ লিওনেল স্ক্যালোনি বিশ্বকাপ বাছাইয়ে অভিজ্ঞ ও নতুন খেলোয়াড়দের সমন্বয়ে দলে নিয়েছেন মেসিকে।
২০২৬ সালের বিশ্বকাপ—যা যুক্তরাষ্ট্র, কাতার ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে—তাতে মেসি খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নয়, তবে সমর্থকদের আশা এখনো জাগ্রত।
গত বছর নভেম্বরে প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে শেষবার জাতীয় দলে খেলা মেসি ইনজুরির কারণে মার্চে উরুগুয়ে ও ব্রাজিলের ম্যাচ খেলতে পারেননি। তবে, মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন—শেষ তিন ম্যাচে ৫ গোল এবং ২ গোল ও ৩ অ্যাসিস্ট সহ মায়ামির গোলের ধারাকে উজ্জীবিত করেছেন।
বিশ্বকাপ বাছাইয়ের পর ক্লাব বিশ্বকাপে মেসির আরও বড় লড়াই শুরু হবে। আগামী ১৪ জুন ফ্লোরিডায় আল আহলির বিপক্ষে খেলবে ইন্টার মায়ামি, পাশাপাশি এফ সি পোর্তো ও পালমিরেইসের বিপক্ষেও তারা খেলবে।
আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের টিকিট ইতোমধ্যে নিশ্চিত হয়ে গেছে, তাই এই ম্যাচগুলো মেসির জন্য অভিজ্ঞতা ও প্রস্তুতির দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মেসির দলে ফিরায় আপনি কী মনে করেন? বিশ্বকাপ ২০২৬-এ তার পারফরম্যান্স কেমন হবে বলে মনে করছেন?
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2026 International Television All Rights Reserved | Design by Code Witchers