স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৫
আপডেট : ২৩ মে ২০২৫
ব্রাজিল ফুটবল কনফেডারেশন ইতোমধ্যে আনচেলত্তির নিয়োগ নিশ্চিত করেছে। এর এক দিন আগে, ২৫ মে রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে খেলেই আনচেলত্তির রিয়ালের সঙ্গে শেষ ম্যাচ হবে।
রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে বলেছেন, “আমাদের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ কিংবদন্তিকে বিদায় জানাতে পেরে আমরা গর্বিত ও কৃতজ্ঞ।”
ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বলেন, “আনচেলত্তি শুধু সাফল্যের স্থপতি নন, তিনি ক্লাবের মূল্যবোধও অসাধারণভাবে ধারণ করেছেন।”
আনচেলত্তি দুইবার রিয়ালের কোচ হিসেবে ১৫টি শিরোপা জিতেছেন, যার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগার শিরোপাও রয়েছে। প্রথমবার ২০১৩-১৫ ও দ্বিতীয়বার ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত কোচিং করেছেন তিনি। যদিও তার চুক্তি ২০২৬ পর্যন্ত ছিল, তা আগেভাগেই শেষ হচ্ছে।
এক্সে (সাবেক টুইটার)-এ আনচেলত্তি লিখেছেন, “রিয়ালের সঙ্গে আমার সম্পর্ক চিরস্থায়ী। এই দ্বিতীয় দফায় কাটানো প্রতিটি মুহূর্ত হৃদয়ে গেঁথে থাকবে। এটা ছিল শিরোপার সঙ্গে আবেগ, ঐক্য ও ইতিহাসের এক অনন্য মিশ্রণ।”
আনচেলত্তির বিদায়ের পর রিয়ালের নতুন কোচ কে হবেন তা নিয়ে চলছে জোর আলোচনা। সাবেক রিয়াল ও লিভারপুল মিডফিল্ডার, বর্তমানে বায়ার লেভারকুসেনের কোচ জাবি আলোনসোকে নিয়োগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। ক্লাব জুনের ফিফা ক্লাব বিশ্বকাপের আগে তাকে দায়িত্ব দিতে চায়।
অন্যদিকে, ব্রাজিল জাতীয় দল বর্তমানে বিশ্বকাপ বাছাইপর্বে চতুর্থ স্থানে রয়েছে। মার্চে আর্জেন্টিনার কাছে হারের পর দরিভাল জুনিয়র বরখাস্ত হন। আনচেলত্তির প্রথম চ্যালেঞ্জ হবে জুনে প্যারাগুয়ে ও ইকুয়েডরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে দলের পারফরম্যান্স নিশ্চিত করা।
রিয়াল ছাড়লেও আনচেলত্তির প্রতি সমর্থকদের ভালোবাসা অটুট থাকবে এবং ক্লাবের সঙ্গে তার আবেগপূর্ণ সম্পর্ক চিরকাল থাকবে। নতুন অধ্যায় শুরু হওয়ার আগে, বার্নাব্যুয়ে এক কিংবদন্তির গৌরবময় সমাপ্তি দেখতে যাচ্ছে।