স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৫
আপডেট : ১৯ মে ২০২৫
আসন্ন জুনে ব্রাজিল তাদের বিশ্বকাপ বাছাইয়ের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে ইকুয়েডর (৬ জুন) এবং প্যারাগুয়ের (১১ জুন) বিরুদ্ধে মাঠে নামবে। এই ম্যাচগুলোকে সামনে রেখে আনচেলত্তি ইতোমধ্যে স্কোয়াড সাজানোর কাজ শুরু করেছেন।
এখন পর্যন্ত ব্রাজিলের সংবাদমাধ্যম টিএনটি স্পোর্টস জানাচ্ছে, আনচেলত্তির প্রথম স্কোয়াডে অন্তত আটজন ফুটবলারের নাম উঠে এসেছে। এদের মধ্যে বেশিরভাগই ব্রাজিলিয়ান ক্লাবের খেলোয়াড়। এই খেলোয়াড়দের মধ্যে রয়েছেন:
১. ফ্লামেঙ্গো (৬ জন):
লিও অর্টিজ
দানিলো
অ্যালেক্স সান্দ্রো
ওয়েসলি
গেরসন
পেদ্রো
২. সান্তোস (১ জন):
নেইমার
৩. সাও পাওলো (১ জন):
অস্কার (যিনি শেষবার ২০১৬ সালে ব্রাজিলের হয়ে খেলেছিলেন)
এছাড়া, আনচেলত্তি রিয়াল মাদ্রিদের সাবেক শিষ্য কাসেমিরোকেও দলে দেখতে চান। রিয়ালের দুটি ব্রাজিলিয়ান খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়র এবং রদ্রিগো'র নামও রয়েছে স্কোয়াডে, এবং তাদের দলে থাকাটা প্রায় নিশ্চিত।
এছাড়া, আনচেলত্তি চুক্তি করেছেন ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ হিসেবে। এই চুক্তি অনুসারে, তিনি ব্রাজিল ফুটবলের ইতিহাসে প্রথম বিদেশি কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন।
আনচেলত্তির অধীনে ব্রাজিল ফুটবল দল নতুন উচ্চতায় পৌঁছানোর আশায় রয়েছে, এবং ব্রাজিলের ফুটবল প্রেমীরা আগামীদিনগুলোতে তার অধীনে দলের খেলায় নতুন কিছু দেখার অপেক্ষায় রয়েছেন।