সামা টিভির প্রতিবেদনে জানানো হয়েছে, পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া বেসামরিক সশস্ত্র বাহিনীরও সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে সিরিজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
সম্প্রতি ভারত-পাকিস্তানের সামরিক উত্তেজনার কারণে সিরিজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নতুন সূচি পাঠায়, যা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্মত হয়।
সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে, ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত। প্রথম ম্যাচ হবে ২৮ মে, এরপর ৩০ মে ও ১ জুন পরবর্তী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সব ম্যাচ শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়, বাংলাদেশ সময় রাত ৯টায়।
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
ব্রাজিলের সেরি আ লিগে সান্তোস নিজেদের ঘরের মাঠে ফ্ল্যামেঙ্গের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ১-০ গোলের জয় পেয়েছে। ম্যাচের একমাত্র গোলটি আসে ৮৪তম মিনিটে, যা করেন ব্রাজিলিয়ান মহাতারকা নেইমার জুনিয়র। দীর্ঘ ইনজুরির পর মাঠে ফিরে তৃতীয়বারের মতো শুরুর একাদশে সুযোগ পাওয়া নেইমার গিলহারমের পাস পেয়ে চমৎকার একটি টার্নের মাধ্যমে বল জালে পাঠান। ...
শ্রীলঙ্কার মাঠে এক ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচ জিতে প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয়ের গৌরব অর্জন করলো টাইগাররা। এই সাফল্যকে স্মরণীয় করে রাখতে অধিনায়ক লিটন দাস সিরিজটি উৎসর্গ করলেন ১৯৭১ সালের জুলাই বিপ্লবের শহীদদের প্রতি। ...
ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও তুরস্ক। শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের (WEU) প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক আয়োজনে বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং WEU-এর মধ্যে এই সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। ...
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers