শনিবার সন্ধ্যায় নটিংহামের ট্রেন্টব্রিজে জিম্বাবুয়ের ইনিংস ব্যবধানে পরাজয়ের পর রাজা পৌঁছান কাছের বার্মিংহাম বিমানবন্দরে এক বন্ধুর গাড়িতে। ইকোনমি টিকিট নিয়ে তিনি সোজা দুবাই গমন করেন। দুবাই থেকে গাড়ি করে আবুধাবিতে পৌঁছে লাঞ্চ করেন এবং সেখান থেকে লাহোরের ফ্লাইটে ওঠেন।
লাহোর বিমানবন্দরে পৌঁছানোর পর সরাসরি গাদ্দাফি স্টেডিয়ামে পৌঁছে টসের মাত্র ১০ মিনিট আগে দলের সঙ্গে যোগ দেন। লাহোরের অধিনায়ক শাহিন আফ্রিদি শেষ মুহূর্তে তাকে দলে রাখেন, যদিও সময়মতো না পৌঁছানোর আশঙ্কায় দ্বিতীয় একাদশও প্রস্তুত রাখা হয়েছিল।
টেস্টের পর পরশু ২৫ ওভার বোলিং এবং শনিবার ২০ ওভার ব্যাটিং করার পর এই অতিরিক্ত যাত্রা রাজার পেশাদারিত্বের এক নিদর্শন। ফাইনালে কোয়েটা গ্লাডিয়েটর্সের ২০১ রানের তাড়া করতে গিয়ে রাজার নৈপুণ্যে লাহোর দল জয় নিশ্চিত করে।
ম্যাচ শেষে রাজা বলেন, “এত দীর্ঘ সময় ধরে যেসব যাত্রা করেছি, তাতে পেশাদার ক্রিকেটারের জীবনই এ রকম। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি এই জীবনের অংশ হতে পেরে।”
পাকিস্তানে জন্ম হলেও জিম্বাবুয়ের হয়ে খেলেন রাজা। এ বছর পিএসএলে লাহোর দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে তার পারফরম্যান্স দলকে চ্যাম্পিয়ন করেছে।
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2026 International Television All Rights Reserved | Design by Code Witchers