স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৫
আপডেট : ২৩ মে ২০২৫
কাতারে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে ফুটবল প্রেমীদের জন্য হবে এক স্মরণীয় উৎসব।
১ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত কাতারের মাটিতে বসবে আরব বিশ্বের সেরা ফুটবল দলগুলোর প্রতিদ্বন্দ্বিতা। ২০২১ সালের সফল আয়োজনের পর এবারও কাতার প্রস্তুত আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজন করতে।
এই পুরস্কার মূল্য শুধু আরব কাপের ইতিহাসেই নয়, বরং আঞ্চলিক ফুটবল টুর্নামেন্টগুলোর মধ্যেও রেকর্ড। আয়োজক কমিটির চেয়ারম্যান এবং কাতারের ক্রীড়া ও যুবমন্ত্রী শেখ হামাদ বিন খলিফা বিন আহমেদ আল থানি বলেন,
“আমরা টুর্নামেন্টটিকে নতুন প্রাণ দিতে পেরেছি। কাতার শুধু বিশ্বকাপ ২০২২ আয়োজনে থেমে নেই, একের পর এক আন্তর্জাতিক আসর আয়োজন করে আমরা নিজেদের মান প্রতিষ্ঠা করেছি।”
২০২৩: এএফসি এশিয়ান কাপ
২০২৪: এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ
আগামীকাল: পাঁচটি ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি
দোহায় ২৫ মে অনুষ্ঠিত হবে আরব কাপের গ্রুপ ড্র, যেখানে নির্ধারিত হবে কোন দল কোন গ্রুপে খেলবে। এর মাধ্যমে শুরু হবে আসরের মূল লড়াই ও কৌশল নির্ধারণ।
বিশ্বকাপের পর এবার আরব কাপের মাধ্যমে কাতার আরও একবার প্রমাণ করল, কেন এটি ফুটবল বিশ্বের অন্যতম প্রধান আয়োজক দেশ। এই টুর্নামেন্ট শুধু খেলা নয়, অর্থনৈতিক শক্তি, ঐতিহ্য ও আধিপত্যের প্রতীক হিসেবেও গুরুত্ব পাচ্ছে।