ত গ্রীষ্মে প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) ছাড়ার পর এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দেন এবং সব প্রতিযোগিতায় ৫৫ ম্যাচে ৪২ গোল করে নজর কাড়েন। যদিও লা লিগায় তার ৩১ গোল পর্তুগিজ লিগের ভিক্টর গয়োকেরেসের ৩৯ গোলের তুলনায় কম, ইউরোপিয়ান গোল্ডেন বুটের পয়েন্টিং সিস্টেমে তার গোলের মান বেশি থাকায় (প্রতি গোল ২ পয়েন্ট) ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি।
এর পেছনে অবস্থান করছেন স্পোর্টিং সিপির ভিক্টর গয়োকেরেস ৫৮.৫ পয়েন্ট এবং লিভারপুলের মোহাম্মদ সালাহ ৫৮ পয়েন্ট নিয়ে।
এমবাপ্পে রিয়ালের ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে এই সম্মান অর্জন করলেন। তার আগে হুগো সানচেজ (১৯৮৯-৯০) এবং ক্রিস্টিয়ানো রোনালদো (২০১০-১১, ২০১৩-১৪, ২০১৪-১৫) এই পুরস্কার জিতেছিলেন।
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2026 International Television All Rights Reserved | Design by Code Witchers