স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ জুন ২০২৫, ০৯:০৫ এএম
আপডেট: শনিবার, ২১ জুন ২০২৫, ০৯:০৫ এএম
এর আগে একদিনের ব্যবধানে পিএসজি হারে বোটাফোগোর কাছে, আর চেলসি বিধ্বস্ত হয় ফ্লামেঙ্গোর সামনে। সেসব ব্যর্থতার মধ্যেও ইউরোপের মুখ উজ্জ্বল করলো টমাস টুখেলের দল।
| মিনিট | দল | গোলদাতা |
|---|---|---|
| ১৮’ | বায়ার্ন | হ্যারি কেইন |
| ৬৬’ | বোকা জুনিয়র্স | মিগুয়েল মেরেনটিয়েল |
| ৮৪’ | বায়ার্ন | মাইকেল ওলিস |
ম্যাচের শুরুতেই আধিপত্য বিস্তার করে বায়ার্ন। ৮ মিনিটে সের্জ গেন্যাব্রির অফসাইডের কারণে ওলিসের সরাসরি গোল বাতিল হয়। তবে ১৮ মিনিটে ডিফেন্সive ব্লান্ডার কাজে লাগিয়ে হ্যারি কেইনের গোলে এগিয়ে যায় জার্মান ক্লাবটি।
বোকা অবশ্য দারুণভাবে লড়াইয়ে ফিরে আসে। ৬৬ মিনিটে মেরেনটিয়েল দুর্দান্ত গোলে সমতা ফেরান। গ্যালারিতে তখন উৎসব। কিন্তু শেষ হাসি হাসে বায়ার্নই—৮৪ মিনিটে কেইনের ট্রিভেলা পাসে ওলিসের গোল ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
| সূচক | বোকা জুনিয়র্স | বায়ার্ন মিউনিখ |
|---|---|---|
| বল দখল | 43% | 57% |
| শট অন টার্গেট | 5 | 8 |
| কর্নার | 3 | 6 |
| লাল কার্ড | 0 | 0 |
| ভিএআর গোল বাতিল | 0 | 2 |
| দল | ম্যাচ | পয়েন্ট |
|---|---|---|
| বায়ার্ন মিউনিখ | 2 | 6 |
| বেনফিকা | 2 | 3 |
| বোকা জুনিয়র্স | 2 | 1 |
| অকল্যান্ড সিটি | 2 | 0 |
ব্রাজিলিয়ান ক্লাবগুলোর জয়ের ধারায় হঠাৎ এক বিরতি টানল ইউরোপিয়ান এক 'চ্যাম্পিয়ন প্রজন্ম'। বায়ার্ন দেখাল, দলগত সংহতি ও ম্যাচের নিয়ন্ত্রণ থাকলে দক্ষিণ আমেরিকার গতিময় ফুটবলকে ঠেকানো সম্ভব।
হ্যারি কেইন আবারও প্রমাণ করলেন বড় মঞ্চে তিনি নির্ভরতার প্রতীক। অন্যদিকে তরুণ মাইকেল ওলিস এখন ইউরোপের বড়দের রাডারে।
#BayernVsBoca #FIFAClubWorldCup2025 #HarryKaneGoal #OliseGoal #BocaJuniors #SouthAmericanClubs #EuropeanClubs #BayernMunichWin #FootballHighlights