ইনিংসের প্রথম সেশনে বাংলাদেশ কোনো উইকেট নিতে না পারলেও, মধ্যাহ্ন বিরতির পর ২৪তম ওভারে তাইজুল আক্রমণে নেমে কার্যকর ভূমিকা পালন করেন। তৃতীয় বলে লঙ্কান ওপেনার লাহিরু উদারার ব্যাটে বল লাগার আগে তার প্যাডে লেগে যাওয়ায় তাইজুল রিভিউ নেন। আম্পায়ার প্রথমে সাড়া না দিলেও রিভিউতে বলের প্যাডে লাগার বিষয়টি নিশ্চিত হয় এবং উদারা আউট ঘোষিত হন।
এর আগে ৮ ওভারে তাইজুলের আরেকটি রিভিউ চেষ্টা সফল হয়নি, যেখানে বল স্টাম্পের মাথা স্পর্শ করায় আম্পায়ারের সিদ্ধান্ত বজায় ছিল।
বাংলাদেশের এই প্রথম উইকেটটি দলের জন্য বড় সুযোগ সৃষ্টি করেছে ম্যাচে ফিরে আসার।
ম্যাচের প্রথম সেশনে বাংলাদেশের কোনো উইকেট না পাওয়া
২৪তম ওভারে তাইজুলের সফল রিভিউ
লাহিরু উদারার এলবিডব্লিউ
আগের রিভিউতে বল স্টাম্প স্পর্শ করার কারণে রিভিউ ব্যর্থ
লঙ্কান ওপেনিং জুটি ভাঙার পর বাংলাদেশের আত্মবিশ্বাস বৃদ্ধি
#বাংলাদেশক্রিকেট #তাইজুলইসলাম #ক্রিকেটনিউজ #লঙ্কানক্রিকেট #রিভিউ #ব্রেকথ্রু #টেস্টক্রিকেট #বাংলাদেশবিজয় #ক্রিকেটম্যাচ
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers