ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫
আপডেট : ১৮ জুলাই ২০২৫
শুক্রবার (১৮ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এর সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
লরেন ড্রেয়ার বলেন,
“আমরা ১৫০টি দেশ ও অঞ্চলে কাজ করি, কিন্তু বাংলাদেশের মতো দক্ষতা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ কোথাও দেখিনি। আমরা আপনার (ড. ইউনূসের) সঙ্গে এবং আপনার লোকজনের সঙ্গে কাজ করতে আগ্রহী।”
✅ টেকনোলজি-ভিত্তিক সেবা সম্প্রসারণ
ড. ইউনূস বলেন,
“আমাদের পার্বত্য ও দূরবর্তী অঞ্চলে উন্নত কানেক্টিভিটির প্রয়োজন রয়েছে। সেখানে শিক্ষক ও ডাক্তার সংকট রয়েছে। আমরা ১০০টি স্কুলে অনলাইন শিক্ষা চালুর পরিকল্পনা করেছি।”
✅ ডিজিটাল হেলথকেয়ার চালুর পরিকল্পনা
গর্ভাবস্থায় নারীদের জন্য বাসায় বসে চিকিৎসা নেওয়ার সুবিধা
রোগীর মেডিকেল হিস্ট্রি ডিজিটালি সংরক্ষণের ব্যবস্থা
প্রবাসীদের জন্য বাংলাদেশি ডাক্তারদের সঙ্গে অনলাইন পরামর্শের সুযোগ
✅ প্রযুক্তির মাধ্যমে সুশাসনের পথ
স্পেসএক্স ভাইস প্রেসিডেন্ট বলেন,
“আপনার (ড. ইউনূসের) উদ্যোগগুলো বিশ্বনেতাদের কাছে উপস্থাপনযোগ্য উদাহরণ। অন্য দেশগুলোকে বলবো, যদি বাংলাদেশে এটা সম্ভব হয়, তবে আপনাদের দেশেও সম্ভব।”
রিচার্ড গ্রিফিথস, গ্লোবাল এনগেজমেন্ট কনসালট্যান্ট, স্পেসএক্স
ড. খলিলুর রহমান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
ফয়েজ আহমদ তৈয়্যব, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (আইসিটি)
চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, নির্বাহী চেয়ারম্যান, বিডা ও বেজা
#SpaceX #BangladeshInnovation #DrYunus #DigitalBangladesh #eHealth #OnlineEducation #SmartGovernance #TechnologyForDevelopment