ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৩ মে ২০২৫
আপডেট : ২৩ মে ২০২৫
বাংলাফ্যাক্টের অনুসন্ধানে জানা যায়, ফেসবুকে The Delhi Star নামের একটি সার্কাজম পেজ থেকে ২২ মে বৃহস্পতিবার বিকালে একটি লিংক শেয়ার করা হয়, যেখানে "Prof Yunus resigns" শিরোনামে একটি সংবাদ প্রচার করা হয়।
তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখে, এ প্রতিবেদনটি আদতে ২০১১ সালের ১৩ মে প্রকাশিত The Daily Star-এর একটি খবর, যা ছিল গ্রামীণ ব্যাংকের এমডি পদ থেকে ড. ইউনূসের পদত্যাগসংক্রান্ত।
নতুন কোনো পদত্যাগ নয়, বরং পুরোনো সংবাদের লিংক ব্যবহার করেই সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো হয়েছে বলে জানায় বাংলাফ্যাক্ট।
The Delhi Star নামের ওই ফেসবুক পেজটি ‘The Daily Star’-এর নাম ও ডিজাইন অনুকরণ করে তৈরি। বাংলাফ্যাক্ট জানিয়েছে, পেজটির ফলোয়ার সংখ্যা প্রায় ৭২ হাজার। এটি ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর চালু হয় এবং বাংলাদেশ থেকেই পরিচালিত হচ্ছে বলে পেজ ট্রান্সপারেন্সি বিশ্লেষণে দেখা গেছে।
বর্তমানে পেজটি ৪ জন অ্যাডমিন দ্বারা পরিচালিত হচ্ছে—তাদের সবার অবস্থান বাংলাদেশে।
বাংলাফ্যাক্ট আরও জানায়, পেজটি থেকে বিভিন্ন সময় দেশের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ইস্যুতে পোস্ট দেওয়া হয়। যদিও পোস্টগুলোতে ‘সার্কাজম’ হিসেবে উল্লেখ থাকে, তবে পরবর্তীতে তা গুরুত্বপূর্ণ ও বিশ্বাসযোগ্য খবর হিসেবে ভাইরাল হয় এবং বিভ্রান্তি সৃষ্টি করে।
প্রতারণামূলক ফটোকার্ড ব্যবহার করে এই পেজটি মূলধারার গণমাধ্যমের ভিজ্যুয়াল অনুকরণ করায়, অনেক পাঠক বিভ্রান্ত হচ্ছেন।
বাংলাফ্যাক্ট জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো খবর শেয়ার করার আগে যাচাই করার প্রয়োজন রয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের বিষয়ে প্রচারিত কোনো খবর নিয়ে বিভ্রান্ত না হয়ে মূলধারার গণমাধ্যম ও সরকারি সূত্র যাচাই করার আহ্বান জানানো হয়েছে।