ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৩ মে ২০২৫
আপডেট : ২৩ মে ২০২৫
শুক্রবার (২৩ মে) দুপুরে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, “ড. ইউনূসের ক্ষমতার প্রয়োজন নেই, কিন্তু একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য তিনি অপরিহার্য।”
দুপুরের পোস্টে তিনি আরও বলেন, “সরকারকে আরও ফাংশনাল হতে হবে, উপদেষ্টাদের বেশি কাজ করতে হবে এবং জনগণের সামনে দৃশ্যমান অগ্রগতি উপস্থাপন করতে হবে।”
তার মতে, ড. ইউনূস জনতার সম্মতিতে ক্ষমতায় এসেছেন এবং তাঁর নেতৃত্বে সাফল্যের উদাহরণ তৈরি হয়েছে।
সামরিক বাহিনীর ভূমিকায় সরব ফয়েজ লিখেছেন, “আজকের সভ্য দুনিয়ায় সেনাবাহিনী রাজনীতিতে নাক গলায় না। সেনাপ্রধান ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্য দিয়ে জুরিশডিকশনাল কারেক্টনেস বজায় রাখতে পারেননি। তবে হঠকারী কিছু করা যাবে না।”
তিনি জোর দিয়ে বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব, সেটি কেউ ভাঙতে পারবে না।”
আসন্ন নির্বাচনের সম্ভাব্য সময় সম্পর্কে তিনি বলেন, “প্রস্তুতি শেষে এপ্রিল-মে মাসে নির্বাচন হতে পারে বলে আশা করি।”
তিনি সব রাজনৈতিক দলের সঙ্গে নিয়মিত আলোচনার পরামর্শ দিয়ে বলেন, “বিচ্ছিন্নতা কাম্য নয়, বরং ঐক্যমতের সংস্কার দ্রুত বাস্তবায়ন জরুরি।”
তবে বিকেল পৌনে ৪টার দিকে প্রথম স্ট্যাটাসটি মুছে দিয়ে ফয়েজ আহমদ তৈয়্যব নতুন পোস্টে লেখেন,
“ডিসক্লেইমার: মাননীয় প্রধান উপদেষ্টা স্যারের বিষয়ে দেওয়া স্ট্যাটাসটি আমার ব্যক্তিগত মতামত। এটাকে নিউজ না করার অনুরোধ জানানো যাচ্ছে।”