ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫
আপডেট : ২৬ জুলাই ২০২৫
শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান রচিত ‘অর্থনীতি, শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালেহউদ্দিন বলেন, “আইনের ব্যত্যয় তো হয়েছেই, সেই সঙ্গে প্রক্রিয়াগুলোও ধ্বংস করা হয়েছে।”
তিনি আরও বলেন, “মানুষগুলো তো রয়েই গেছে। মানুষগুলোর কোনো পরিবর্তন হয়নি। অনেক সময় মাথায় হাত বুলিয়ে, আবার কখনও ধমক দিয়ে কাজ করাতে হচ্ছে।”
সুশাসনের অভাবের প্রসঙ্গে তিনি বলেন, “প্রধানমন্ত্রী, সংসদ সদস্যদের কোনো চেক অ্যান্ড ব্যালেন্স নেই। সংস্কার না হলে যত সংস্কারই করা হোক, কিছুই কাজে আসবে না। রাজনৈতিক দলগুলোতেও সংস্কার প্রয়োজন।”
সরকারের আর্থিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে উপদেষ্টা বলেন, “গত আগস্টে সরকার দায়িত্ব নেওয়ার পর দেখা গেছে, এ অবস্থার তুলনা বিশ্বে কোথাও নেই। পুরো অর্থনীতিতে বিপর্যয় নেমে এসেছে। ব্যাংক খাতের ৮০% অর্থ আত্মসাৎ হয়েছে।”
তিনি উল্লেখ করেন, “আইএমএফ প্রথমে বলেছিল ১৮ বিলিয়ন ডলার লাগবে, পরে তারা জানিয়েছে, ৩৫ বিলিয়ন ডলার প্রয়োজন হবে পুনর্গঠনের জন্য।”
অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এ দেশে এখন কোথাও সুশাসন নেই। পুলিশেও পরিবর্তন আসেনি। ঘুষ বেড়েছে পাঁচ গুণ।”
তিনি বলেন, “রাতারাতি সংস্কার সম্ভব নয়, তবে গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া এই দেশ চলতে পারে না। কোনো কিছু চাপিয়ে দিয়ে সংস্কার হয় না—এজন্য জরুরি ভিত্তিতে জনগণের প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে সংস্কার করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক ও গবেষক হোসেন জিল্লুর রহমান।
#অর্থনীতি #বাংলাদেশব্যাংকখাত #সালেহউদ্দিনআহমেদ #IMF #ব্যাংকপুনর্গঠন #সুশাসন #রাজনৈতিকসংস্কার #মির্জাফখরুল #অর্থনৈতিকসংকট