ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫
আপডেট : ২৪ জুলাই ২০২৫
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ মন্তব্য করেন।
তিনি বলেন,
“শুল্ক কমানোর বিষয়ে ইতিবাচক আলোচনা চলছে, তবে সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবে না যাতে বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়।”
আসন্ন ১ আগস্ট থেকে কার্যকর হতে যাওয়া মার্কিন বাড়তি শুল্ক প্রসঙ্গে শেখ বশিরউদ্দীন জানান,
“আমরা চূড়ান্ত আলোচনায় পৌঁছাতে না পারলেও, পরবর্তীতে আলোচনার দরজা খোলা থাকবে।”
এ নিয়ে আগামীকাল শুক্রবার (২৫ জুলাই) যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ভার্চুয়াল মিটিং হওয়ার কথা রয়েছে বলেও তিনি জানান।
যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ না করার কারণ হিসেবে তিনি বলেন,
“তাদের শুল্ক পদ্ধতি ও আইনি কাঠামো এমন যে লবিস্ট দিয়েও কিছু পরিবর্তন আনা কঠিন। তাই কূটনৈতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।”
বাণিজ্যমন্ত্রীকে পাঠানো চিঠির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,
“আমরা এখনও সরাসরি আমন্ত্রণ পাইনি। আমন্ত্রণ পেলে প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে গিয়ে আলোচনা করবে।”
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, বাংলাদেশসহ কিছু দেশের ওপর নতুন শুল্ক কাঠামো কার্যকর হবে ২০২৫ সালের ১ আগস্ট থেকে।
বাংলাদেশের ক্ষেত্রে প্রস্তাবিত বাড়তি শুল্ক হার ৩৫ শতাংশ, যা দেশের তৈরি পোশাক, চামড়া, পাট ও হালকা প্রকৌশল খাতকে সরাসরি প্রভাবিত করতে পারে।
#বাংলাদেশ_যুক্তরাষ্ট্র_শুল্ক #বাণিজ্য_চুক্তি #শেখ_বশিরউদ্দীন #US_Tariff_2025 #DonaldTrump #Bangladesh_Trade #শুল্ক_বিরোধ #TariffNegotiation #BDExport