ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫
আপডেট : ২৪ জুলাই ২০২৫
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে চারটি সংশ্লিষ্ট আইনের সংশোধনী অনুমোদন দেওয়া হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানান:
“স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। উপদেষ্টা পরিষদ চারটি আইনের সংশোধনী অনুমোদন করেছে।”
প্রসঙ্গত, স্থানীয় সরকার মন্ত্রণালয় ১ জুলাই চারটি আইনের খসড়া তৈরি করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়।
এরপর উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর তা লেজিসলেটিভ বিভাগ ও সংসদবিষয়ক বিভাগে পাঠানো হয়। সর্বশেষ ধাপে গেজেট আকারে প্রকাশ করা হবে।
২০১৫ সালে আওয়ামী লীগ সরকার স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার চালু করে।
তবে দীর্ঘদিন ধরে রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞরা এর বিরোধিতা করে আসছিলেন।
আন্তর্বর্তী সরকারের অধীন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশনও দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করে।
অনেকের মতে, দলীয় প্রতীক বাদ দিলে রাজনৈতিক দলের বাইরের যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিরা নির্বাচন করতে উৎসাহিত হবেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকার অধীন স্থানীয় সরকার নির্বাচন আয়োজন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তীব্র।
বিএনপি স্থানীয় নির্বাচনের বিরোধিতা করে এলেও
জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—এই দলগুলো স্থানীয় নির্বাচনের পক্ষে।
এমন পরিস্থিতিতে দলীয় প্রতীকের ধারা বাদ দেওয়া, স্থানীয় নির্বাচন ব্যবস্থায় বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
#স্থানীয়_সরকার_নির্বাচন #দলীয়_প্রতীক_বাতিল #আসিফ_মাহমুদ #নির্বাচন_সংস্কার #অন্তর্বর্তী_সরকার #স্বতন্ত্র_প্রার্থী #BangladeshElection #LocalGovernmentReform #BreakingNews