ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫
আপডেট : ২৪ জুলাই ২০২৫
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর বনানীতে Policy Research Institute (PRI) আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।
সভাপতি: ড. জাইদী ছাত্তার (চেয়ারম্যান, পিআরআই)
মূল প্রবন্ধ উপস্থাপক: ড. আশিকুর রহমান (মুখ্য অর্থনীতিবিদ, পিআরআই)
প্রধান অতিথি: ড. আব্দুল মঈন খান (সদস্য, বিএনপি স্থায়ী কমিটি)
ড. মঈন খান বলেন,
“রাজস্ব আদায়ের ক্ষেত্রে এনবিআরের অনেক কর্মকর্তা ঘুষ নিয়ে কর মাফ করে দেন। ফলে বাজেট ঘাটতি বাড়ছে।”
তিনি আরও বলেন,
“বাংলাদেশ ব্যাংক বাজারভিত্তিক নীতি বললেও ডলারের দাম নির্ধারণ করছে। সম্প্রতি টাকার মান কিছুটা বাড়তেই ব্যাংক হস্তক্ষেপ করে তা ঠেকিয়ে দিল—এটা অর্থনৈতিক স্ববিরোধিতা।”
“এনজিওতে স্বল্প লক্ষ্য থাকে, কর্পোরেটে মুনাফাই মুখ্য। কিন্তু রাষ্ট্র চালাতে হলে থাকতে হয় জনস্বার্থ, নৈতিকতা ও দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি,” বলেন তিনি।
ড. মঈন খান বলেন,
“জুলাই অভ্যুত্থানের দুই বছর আগেই বিএনপি সাংগঠনিক সংস্কারের প্রস্তাব দিয়েছিল। তাই বিএনপি সংস্কার চায় না—এমন অপবাদ ভিত্তিহীন।”
মঈন খান যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তির প্রসঙ্গে বলেন,
“ফিলিপাইন ও জাপান যেভাবে নিজেদের অবস্থান মজবুত করেছে, বাংলাদেশেরও উচিত ছিল আগে থেকেই কৌশলগত প্রস্তুতি নেওয়া।”
#মঈন_খান #এনজিও_নীতি #কর্পোরেট_শাসন #বাংলাদেশ_অর্থনীতি #বিএনপি_সংস্কার #PRI_সেমিনার #বাংলাদেশ_ব্যাংক #রাজস্ব_নীতি #শুল্ক_নীতি