ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫
আপডেট : ২৪ জুলাই ২০২৫
এদিন মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন পলককে আদালতে হাজির করেন এবং গ্রেপ্তার দেখানোর আবেদন জানান।
শুনানির সময় পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী আদালতে উপস্থিত ছিলেন।
শুনানির সময় বিচারক পলকের শারীরিক ও মানসিক অবস্থা জানতে চাইলে তিনি বলেন:
“কারাগারে নিয়মিত কোরআন শরীফ পড়ছি। ইতোমধ্যে এক খতম দিয়েছি।”
আদালত কক্ষে উপস্থিত ব্যক্তিরা পলকের কোমরে ব্যাকপেইনের জন্য সাপোর্ট বেল্ট দেখতে পান।
তিনি জানান,
“শারীরিকভাবে আছি কোনোরকম।”
তার আইনজীবী রাখী বলেন,
“তিনি নিয়মিত ধর্মীয় চর্চায় ব্যস্ত। কোমরের সমস্যার জন্য চিকিৎসা দরকার।”
মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট, আশুলিয়ার গাজীরচট এলাকায় সরকারবিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন রাসেল গাজী (২৭)। পরে তিনি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
রাসেলের পিতার নাম বেলায়েত গাজী এবং মাতার নাম সেলিনা বেগম।
ঘটনার পর ১৫ আগস্ট পলককে প্রথম গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে তিনি একাধিক হত্যা, হত্যাচেষ্টা ও দুর্নীতির মামলায় রিমান্ডে ও কারাগারে রয়েছেন।
বর্তমানে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি।
এই মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকেও গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।
#জুনাইদ_আহমেদ_পলক #পলক_কারাগারে #রাসেল_গাজী_হত্যা #আশুলিয়া_হত্যা #গ্রেপ্তার_আদেশ #কাশিমপুর_কারাগার #পলক_সংবাদ #বাংলাদেশ_রাজনীতি #ICT_Minister #BreakingNewsBD