ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫
আপডেট : ২৪ জুলাই ২০২৫
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানিয়েছেন সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
সুচিস্মিতা জানান, বৈঠকের শুরুতেই দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন,
“দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসা সহায়তায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।”
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে, উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। বিমানটি ছিল এফ-৭ বিজিজিআই (৭০১) মডেলের।
দুর্ঘটনার পরপরই বিমানটিতে বিস্ফোরণ ও আগুন ধরে যায়, যার ফলে হতাহতের সংখ্যা দ্রুত বাড়ে।
সর্বশেষ পাওয়া তথ্যমতে, দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে এবং অনেকে এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
#মাইলস্টোন_বিমান_দুর্ঘটনা #উত্তরা_বিমান_বিধ্বস্ত #রাষ্ট্রীয়_সম্মাননা #নিহত_শিক্ষক #বাংলাদেশ_বিমানবাহিনী #MilestoneCollege #PlaneCrash #F7BGI #বিমান_দুর্ঘটনা #BangladeshNews #উত্তরা_সংবাদ #RescueOperations