ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫
আপডেট : ২৩ জুলাই ২০২৫
বুধবার (২৩ জুলাই) চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড সড়কে অনুষ্ঠিত পদযাত্রা-পরবর্তী সমাবেশে তিনি এই দাবি জানান।
হাসনাত বলেন:
“ড. ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ হচ্ছেন স্বাস্থ্য উপদেষ্টা। তাঁর কোনো কার্যকরতা ছিল না। জনগণের টাকা থেকে নেওয়া বেতন-ভাতা ফেরত দিতে হবে। তাঁকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।”
তিনি আরও বলেন—
“এই বিমান দুর্ঘটনায় আমরা শুধু প্রাণ হারাইনি, হারিয়েছি আস্থা ও নিরাপত্তা। এই বিমানগুলো আগের সরকার আমলে কেনা। সেই সময়ের দুর্নীতির বিচার চাই।”
সরকারবিরোধী অবস্থান তুলে ধরে এনসিপি নেতা বলেন:
“আওয়ামী ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। আমরা শোকাহত। কিন্তু যদি লাশের ওপর দিয়ে আওয়ামী লীগ ফিরে আসতে চায়, আমরা সেই শোককে শক্তিতে রূপান্তর করব।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন:
নাসীরুদ্দীন পাটওয়ারী – মুখ্য সমন্বয়ক, এনসিপি
সারজিস আলম – মুখ্য সংগঠক, উত্তরাঞ্চল
তারা বলেন, “বিভিন্ন উপদেষ্টার ব্যর্থতার দায় এখন আর এড়ানোর উপায় নেই। সরকারের উচিত অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়া।”
সমাবেশের আগে চাঁদপুর সার্কিট হাউসে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপি নেতারা।
পরে উত্তরার দুর্ঘটনায় নিহতদের স্মরণে একটি শোকর্যালি আয়োজন করা হয়।
#NCP
#স্বাস্থ্যউপদেষ্টা
#হাসনাতআবদুল্লাহ
#পদত্যাগদাবি
#বিমানদুর্ঘটনা
#জাতীয়নাগরিকপার্টি
#বাংলাদেশরাজনীতি