মো. এনামুল হক, বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫
আপডেট : ২৩ জুলাই ২০২৫
বুধবার (২৩ জুলাই) সকাল ৯টা ৪৫ মিনিটে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্ট (নম্বরঃ A13959192) যাচাই-বাছাইয়ের সময় পুলিশের নজরে আসে, তিনি পলাতক আসামি। এরপরই তাকে আটক করা হয়।
আসামি মৌলভীবাজার জেলার মোস্তফাপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. আকিব আলী।
আসামির বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে ৭টি পৃথক মামলা রয়েছে। যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য অভিযোগগুলো হলো:
১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৪২৬/৫০৬/১১৪ ধারায় গুরুতর শারীরিক আঘাত ও হত্যাচেষ্টার অভিযোগ
বিশেষ ক্ষমতা আইনের আওতায় মামলা
অগ্নিসংযোগ, দাঙ্গা, চুরি ও ভাঙচুরের অভিযোগ
আব্দুর সামাদ আজাদ ভারতের উদ্দেশে মেডিকেল ভিসা ব্যবহার করে দেশত্যাগের চেষ্টা করছিলেন। কিন্তু ইমিগ্রেশনে তথ্য যাচাইয়ের সময় পুলিশ নিশ্চিত হয়, তিনি একজন পলাতক আসামি।
এরপর তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। থানার ওসি জানিয়েছেন, আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
একাধিক মামলায় অভিযুক্ত হওয়া সত্ত্বেও আসামি দীর্ঘদিন পলাতক ছিলেন। তার গ্রেপ্তারকে কেন্দ্র করে মৌলভীবাজারে রাজনৈতিক অঙ্গনে নানান গুঞ্জন চলছে।
ছাত্রলীগ
, আব্দুর সামাদ আজাদ
, মৌলভীবাজার
, বেনাপোল
, ইমিগ্রেশন
, ভারত
, পলাতক আসামি
, সীমান্ত
, চেকপোস্ট
, বিশেষ ক্ষমতা আইন
, আটক