ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫
আপডেট : ২৩ জুলাই ২০২৫
ভারতের পক্ষ থেকে পাঠানো এই মেডিকেল টিমে রয়েছেন দুজন অভিজ্ঞ চিকিৎসক এবং দুজন প্রশিক্ষিত নার্স। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের একটি সূত্র সংবাদটি নিশ্চিত করেছে।
ঘটনার পরপরই দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে যোগাযোগ স্থাপন হয়। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সরাসরি বাংলাদেশের পররাষ্ট্র সচিবকে ফোন করে যেকোনো প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স-এ (প্রাক্তন টুইটার) এক বার্তায় বলেন, “এই সংকটময় মুহূর্তে ভারত বাংলাদেশের পাশে রয়েছে। সবধরনের সহায়তা দিতে প্রস্তুত।”
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, বেশিরভাগ ভিক্টিমই দগ্ধ হয়েছেন এবং তাদের চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ, যন্ত্রপাতি ও অভিজ্ঞ চিকিৎসক জরুরি। সেই অনুরোধের ভিত্তিতেই দ্রুত ব্যবস্থা নেয় দিল্লি এবং ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রস্তুত করা হয় বিশেষ মেডিকেল টিম।
এদিকে, সিঙ্গাপুর থেকেও একটি চিকিৎসক দল ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে এবং বুধবার দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে একটি বৈঠকে অংশ নেয়।
উত্তরা দুর্ঘটনা
, ভারত বাংলাদেশ সম্পর্ক
, বিমান বিধ্বস্ত
, মেডিকেল টিম
, দগ্ধ
, ডা. নাসির
, সিঙ্গাপুর চিকিৎসক
, নরেন্দ্র মোদি
, বাংলাদেশ
, বার্ন ইনস্টিটিউট