ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫
আপডেট : ২৩ জুলাই ২০২৫
🗣️ প্রধান উপদেষ্টার বক্তব্য:
“জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আমাদের লক্ষ্য ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ও অতীত স্মরণ। কিন্তু এর মধ্যেই ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠছে। মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে সম্মিলিত অবস্থান অপরিহার্য।”
🛡️ ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ডাক:
ড. ইউনূস আরও বলেন, “যদি আমরা ঐক্য দৃশ্যমান না করি, তারা (পরাজিত শক্তি) এটিকে সুযোগ হিসেবে নেবে।”
🤝 সব দলের ঐকমত্য:
উপস্থিত রাজনৈতিক দলের নেতারা আইনশৃঙ্খলা রক্ষায় আরও কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি, সংস্কার, বিচার ও নির্বাচনী প্রক্রিয়ায় সমর্থন জানান।
📅 নেতারা নিয়মিত সর্বদলীয় সংলাপ আয়োজনের আহ্বান জানিয়েছেন, বিশেষ করে আসন্ন নির্বাচন সামনে রেখে।
সৈয়দ হাসিবউদ্দিন হোসেন (রাষ্ট্র সংস্কার আন্দোলন)
জোনায়েদ সাকি (গণসংহতি আন্দোলন)
মজিবুর রহমান (এবি পার্টি)
শহীদুল্লাহ কায়সার (নাগরিক ঐক্য)
নুরুল হক (গণ-অধিকার পরিষদ)
রেদোয়ান আহমেদ (এলডিপি)
আহমদ আবদুল কাদের (খেলাফত মজলিস)
সাইফুল হক (বিপ্লবী ওয়ার্কার্স পার্টি)
তানিয়া রব (জেএসডি)
শাহাদাত হোসেন সেলিম (১২–দলীয় জোট)
বজলুর রশীদ ফিরোজ (বাসদ)
রুহিন হোসেন প্রিন্স (সিপিবি)
মিজানুর রহমান (গণফোরাম)