ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫
আপডেট : ২৩ জুলাই ২০২৫
বুধবার সকালে টাঙ্গাইল জেলা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র (ডর্প)।
টাঙ্গাইল আঞ্চলিক বিড়ি শ্রমিক সংগঠনের সভাপতি নাজমুল হক,
সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া,
সদস্য জয়মন বিবি,
স্থানীয় সাংবাদিক বোরহান তালুকদার,
এবং যুব প্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
বিড়ি একটি ঝুঁকিপূর্ণ ও স্বল্প-মজুরিভিত্তিক পেশা,
নারী ও শিশুরা এ পেশার উপর নির্ভরশীল থাকলেও তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা নেই,
অধিকাংশ শ্রমিকই স্বাস্থ্যসংক্রান্ত জটিলতায় ভুগছেন।
তারা বলেন, “বিড়ি শিল্প দরিদ্র জনগোষ্ঠীকে শোষণ করে চলেছে। স্বাস্থ্য ও জীবিকার দিকটি উপেক্ষা করে তামাক নিয়ন্ত্রণ কার্যকর সম্ভব নয়।”
মানববন্ধন শেষে বিড়ি শ্রমিকরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে ডব্লিউএইচও-এর এফসিটিসি গাইডলাইন অনুযায়ী তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের ৬টি প্রস্তাব উপস্থাপন করা হয়:
১। পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপানের জন্য নির্ধারিত স্থান বিলুপ্ত
২। বিক্রয়কেন্দ্রে তামাক পণ্যের প্রদর্শন নিষিদ্ধ
৩। তামাক কোম্পানির সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম নিষিদ্ধ
৪। ই-সিগারেটের ক্ষতি থেকে শিশু-কিশোরদের সুরক্ষায় ব্যবস্থা
৫। তামাক পণ্যের খুচরা ও খোলা বিক্রি নিষিদ্ধ
৬। সচিত্র স্বাস্থ্য সতর্কতা ৫০% থেকে বাড়িয়ে ৯০% করা
টাঙ্গাইল জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ করে বলেন, “তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।”
তামাক নিয়ন্ত্রণ
, বিড়ি শ্রমিক
, টাঙ্গাইল
, ডর্প
, ধূমপান
, তামাকমুক্ত বাংলাদেশ
, পাবলিক হেলথ
, ই-সিগারেট
, তামাক আইন
, মানববন্ধন
, FCCTC
, সচিত্র সতর্কবার্তা