বুধবার (২৩ জুলাই) এক সামরিক বৈঠকে এসব কথা বলেন তিনি। খবর প্রকাশ করেছে তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু।
জেনারেল জামির বলেন,
“আমি সেনাবাহিনীকে স্পষ্ট নির্দেশ দিয়েছি— বৃহৎ ও ব্যাপক পরিসরের চলমান অভিযান অব্যাহত রাখার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে।”
তিনি সরাসরি উল্লেখ করেন, ইরান ও তার আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে সামরিক অভিযান চলমান রয়েছে এবং তা ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার প্রস্তুতি রয়েছে।
গাজা উপত্যকায় ইসরায়েলের অভিযানের প্রসঙ্গে সেনাপ্রধান বলেন,
“এটি আমাদের ইতিহাসের সবচেয়ে জটিল ও কঠিন যুদ্ধ। আমরা চড়া মূল্য দিচ্ছি, কিন্তু লক্ষ্য অর্জনের আগ পর্যন্ত থামবো না।”
এ যুদ্ধের কারণে ইসরায়েল অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে ব্যাপক চাপের মুখে রয়েছে, তবে জামির বলেন,
“আমাদের জাতীয় নিরাপত্তা ও ভবিষ্যৎ সুরক্ষায় আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব।”
#ইসরায়েলইরান
#ইয়ালজামির
#GazaWar2025
#IsraelIranTensions
#MiddleEastConflict
#IDFChiefStatement
#AnadoluAgency
#ইরানযুদ্ধ
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers