স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৫
আপডেট : ২৪ মে ২০২৫
গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে লাহোর জয় পেয়েছে ৮৮ রানে।
প্রথমে ব্যাট করতে নেমে লাহোর কালান্দার্স ৬ উইকেটে তোলে ২০৯ রান।
ফখর জামান করেন ৩০ বলে ৪৪ রান
সিকান্দার রাজা ১৭ বলে ঝড়ো ৩৯
স্যাম বিলিংস ১৭ বলে করেন ৩৮ রান
মোহাম্মদ নাঈম (২৫), ড্যারিল মিচেল (২৮) ও আব্দুল্লাহ শফিক (২২) রাখেন কার্যকর অবদান
সাকিব আল হাসান এবারও ব্যর্থ, ব্যাট হাতে ২ বলে শূন্য রানে ফিরেছেন।
শেষ ৪ ওভারে লাহোর তোলে ৬৪ রান, যা স্কোরকে দুইশর ঘরে নিয়ে যায়।
২০৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ব্যাকফুটে চলে যায় ইসলামাবাদ ইউনাইটেড।
পাওয়ার প্লেতে ৩৩ রানের মধ্যেই পড়ে যায় ৪ উইকেট
সালমান মির্জার আগুনঝরা বোলিংয়ে ধসে পড়ে টপ অর্ডার
রিশাদ হোসেনের লেগস্পিনে নাকাল মিডল অর্ডার
রিশাদ হোসেন তুলে নেন ৩ উইকেট—শাদাব খান, জেমস নিশাম ও সালমান আগা।
সাকিব বল হাতে ৩ ওভারে দেন ২৭ রান, ছিলেন উইকেটশূন্য।
শেষ পর্যন্ত ১৬.৫ ওভারে ১২১ রানে অলআউট হয় ইসলামাবাদ।
রিশাদ হোসেন: ৩ ওভারে ৩৪ রান দিয়ে ৩ উইকেট
সালমান মির্জা: ৪ ওভারে ২১ রানে ৩ উইকেট
শাহীন আফ্রিদি: ৪ ওভারে ৩৪ রানে ৩ উইকেট
ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন সিকান্দার রাজা।
ব্যাটে: ১৭ বলে ৩৯ রান
বলে: ৩ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট
এই জয়ে ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স।
৩১ মে, ২০২৫ ফাইনালে তাদের প্রতিপক্ষ মুলতান সুলতান্স।