শনিবার (২৫ মে) রাত সাড়ে ৯টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সেখানে তিনি জানান, তারা নির্বাচন এবং রাজনৈতিক সংস্কার– এই দুইটি বিষয়ে পরিষ্কার দিকনির্দেশনা চেয়েছেন।
তিনি বলেন, “আমরা বলেছি, দুটি বিষয়ে স্পষ্টতা দরকার। প্রথমত, নির্বাচন কবে হবে তা নির্দিষ্ট করে জানানো উচিত। জনগণের যেন কোনো বড় ধরনের ভোগান্তি না হয়, সেদিকে খেয়াল রেখে একটি স্বস্তিদায়ক সময়ের মধ্যে নির্বাচন হওয়া প্রয়োজন।”
দ্বিতীয় বিষয়ে জামায়াতের পক্ষ থেকে বলা হয়, নির্বাচনের আগে কিছু দৃশ্যমান সংস্কার ও বিচার কার্যক্রম শুরু করা প্রয়োজন। শফিকুর রহমান বলেন, “সংস্কার ছাড়া নির্বাচন হলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না। যদিও এখন সব সংস্কার সম্ভব নয়, তবে যেগুলো শুরু হয়েছে, সেগুলোর একটি সন্তোষজনক নিষ্পত্তি দরকার।”
উপদেষ্টাদের পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা কারও পদত্যাগ চাই না।”
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers