স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৫
আপডেট : ২৪ মে ২০২৫
এরই মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে এক চমকপ্রদ সম্ভাবনার ইঙ্গিত দিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।
জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিডের লাইভ শোতে অংশ নিয়ে ইনফান্তিনো বলেন,
“রোনালদো ক্লাব বিশ্বকাপে কোনো দলে খেলতে পারেন।”
এই মন্তব্যে চোখ কপালে উঠেছে ভক্তদের। যখন স্পিড বিস্ময়ভরে জিজ্ঞেস করেন, “সত্যি?”—ইনফান্তিনো নিশ্চিত করে বলেন,
“হ্যাঁ, কিছু ক্লাবের সঙ্গে আলোচনা চলছে। এখনো সময় আছে। কেউ চাইলে রোনালদোকে দলে নিতে পারে। এটা দারুণ মজার একটা ব্যাপার হবে।”
লাইভে আরও উত্তাপ ছড়ায় মেসি বনাম রোনালদো প্রসঙ্গে। ইনফান্তিনো বলেন,
“আপনি যদি পর্তুগিজ হন, রোনালদোকে ভালোবাসবেন; আর্জেন্টাইন হলে মেসিকে। কিন্তু ফুটবলপ্রেমী হলে, দুজনকেই দেখতে চাইবেন।”
তিনি আরও যোগ করেন,
“আমি চাই মেসি ও রোনালদো একসঙ্গে খেলুক। কল্পনা করুন, দুই কিংবদন্তি এক দলে—অসাধারণ একটি ব্যাপার হবে সেটি।”
মজার ছলে আইশোস্পিড মন্তব্য করেন, “আমার মনে হয় এটা একদিন হবে!” ইনফান্তিনো হেসে জবাব দেন,
“হয়তো ফিফা দলের হয়ে!”
৩৯ বছর বয়সেও রোনালদো এখনো খেলে যাচ্ছেন সৌদি ক্লাব আল নাসরের হয়ে এবং নিয়মিত গোল করছেন।
তার অভিজ্ঞতা, ক্যারিশমা এবং জনপ্রিয়তা—সব মিলিয়ে ক্লাব বিশ্বকাপে তার অংশগ্রহণ হলে তা হবে একটি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টিকারী ঘটনা।
যদি সত্যিই রোনালদো খেলেন এবং একই আসরে মেসিও থাকেন, তবে তা হতে পারে আরেকটি ফুটবল ইতিহাসের অংশ।
ফুটবল বিশ্ববাসী এখন অপেক্ষায়—
এটা কি বাস্তব হবে, নাকি শুধুই ফিফা সভাপতির এক সম্ভাবনার গল্প?