স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৫
আপডেট : ২৪ মে ২০২৫
বিসিসিআইয়ের এই সিদ্ধান্তে নিশ্চিত হলো, দীর্ঘ সময় রোহিত শর্মা নেতৃত্ব দেওয়ার পর টেস্ট দলের হাল ধরতে যাচ্ছেন শুভমন। দলের কোচ গৌতম গম্ভীরও চাইছিলেন তরুণ নেতৃত্ব, যেখানে গিল ও পান্ত ছিলেন সম্ভাব্য দুই নাম।
তবে নিয়মিত অধিনায়ক হিসেবে বিবেচনায় থাকলেও চোটের কারণে বাদ পড়েছেন জাসপ্রিত বুমরাহ। দলের অন্যতম অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামিও জায়গা পাননি ফিটনেস সমস্যার কারণে।
শনিবার ৫ ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করে বিসিসিআই। সেখানে দেখা গেছে বেশ কিছু নতুন মুখ—সাই সুদর্শন, আর্শদ্বীপ সিং এবং অভিমন্যু ইসরান। স্কোয়াডে জায়গা করে নিয়েছেন ফিরতি তারকা করুন নায়ার ও শার্দূল ঠাকুর।
এ প্রসঙ্গে প্রধান নির্বাচক অজিত আগারকর বলেন, “গত কয়েক মাস ধরেই আমরা শুভমনকে ভবিষ্যতের নেতা হিসেবে প্রস্তুত করছিলাম। তার ব্যাটিং পারফরম্যান্স ও নেতৃত্বগুণ এই দায়িত্ব পাওয়ার পক্ষে যথেষ্ট ছিল।”
এদিকে ঋষভ পান্তকে সহ-অধিনায়ক করার পেছনে বড় ভূমিকা রেখেছে আইপিএলে তার সফল প্রত্যাবর্তন এবং ধারাবাহিক পারফরম্যান্স।
ইংল্যান্ড সফরের প্রথম টেস্ট মাঠে গড়াবে ২০ জুন, লিডসে। আর শেষ টেস্টটি হবে জুলাইয়ের ৩১ তারিখ, দ্য ওভালে।
ভারতের টেস্ট স্কোয়াড:
শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পান্ত (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ইসরান, করুন নায়ার, নীতীশ রেড্ডি, ধ্রুব জুরেল (কিপার), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আর্শদ্বীপ সিং, প্রসিধ কৃষ্ণ, কুলদীপ যাদব ও আকাশ দ্বীপ।