ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫
আপডেট : ২৭ জুলাই ২০২৫
এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া এক পোস্টে মাখোঁ জানান, এরদোয়ানের সঙ্গে গাজার চলমান সংকট ও আসন্ন আন্তর্জাতিক সম্মেলন নিয়ে তার কথা হয়েছে। ২৮-২৯ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠেয় এই সম্মেলনে দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের (ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্র গঠন) ওপর আলোচনা হবে।
মিসরের প্রেসিডেন্ট সিসির সঙ্গে ফোনালাপে মাখোঁ গাজায় মানবিক সংকটকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন। তিনি বলেন, অবরোধ এবং ইসরায়েলের ধারাবাহিক হামলার ফলে গাজা অঞ্চল দুর্ভিক্ষের মুখোমুখি হচ্ছে।
ফরাসি প্রেসিডেন্ট ত্বরিত যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি এবং জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।
সম্প্রতি ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। এর আগে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়েও একই সিদ্ধান্ত নেয়। ইউরোপের এই অবস্থানকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনপন্থী রাষ্ট্র ও সংগঠনগুলো।
তবে এই পদক্ষেপে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ। তিনি একে "সন্ত্রাসের কাছে আত্মসমর্পণ" বলে আখ্যা দেন। পাশাপাশি, যুক্তরাষ্ট্র সতর্কবার্তা দিয়ে জানায়, এ ধরনের স্বীকৃতি শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে এবং হামাসকে উসকে দিতে পারে।
#গাজাযুদ্ধ #ফ্রান্স #ইমানুয়েলমাখোঁ #ফিলিস্তিন #এরদোয়ান #সিসি #ইসরায়েল #মধ্যপ্রাচ্যসংঘাত #দুইরাষ্ট্রসমাধান #আন্তর্জাতিক_সম্পর্ক