ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫
আপডেট : ১৫ জুলাই ২০২৫
ট্রাম্পের বক্তব্যের পর রাশিয়ার প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় দেশটির নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ স্পষ্ট জানিয়েছেন— ক্রেমলিন এই হুমকিকে গুরুত্ব দেয় না।
মেদভেদেভ বলেন,
“ট্রাম্প ক্রেমলিনকে নাটকীয় এক আলটিমেটাম দিয়েছেন। পরিণতির আশায় বিশ্ব কাঁপছে, যুদ্ধবাজ ইউরোপ হতাশ। কিন্তু রাশিয়ার তাতে কিছু যায়-আসে না।”
তিনি এই মন্তব্যটি এক্স (সাবেক টুইটার)–এ পোস্ট করেন, যা ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
এর আগে ১৪ জুলাই হোয়াইট হাউজে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন,
“রাশিয়া যদি ৫০ দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ না করে, তাহলে যুক্তরাষ্ট্র রাশিয়া এবং তাদের বাণিজ্যিক অংশীদারদের পণ্যে ১০০% পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করবে।”
তিনি আরও বলেন,
“যতক্ষণ ইউরোপীয় দেশগুলো অস্ত্র কেনার জন্য অর্থ দেবে, ততক্ষণ যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে থাকবে। ন্যাটো এই প্রক্রিয়ার তত্ত্বাবধানে থাকবে।”
রুশ পক্ষ এই হুমকিকে ‘রাজনৈতিক নাটক’ বলেই মনে করছে। মেদভেদেভের মন্তব্যে স্পষ্ট হয়েছে, রাশিয়া মার্কিন নির্বাচনের প্রেক্ষাপটে ট্রাম্পের এমন বক্তব্যকে ঘরোয়া রাজনীতির অংশ বলেই দেখছে।
ডোনাল্ড ট্রাম্প এর আগেও ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাঁর দাবি, ক্ষমতায় ফিরলে তিনি ২৪ ঘণ্টার মধ্যে শান্তিচুক্তি করবেন। তবে বিশ্লেষকরা বলছেন, বাস্তবে এমন সমঝোতা অত্যন্ত জটিল এবং একতরফা চাপ প্রয়োগে যুদ্ধ থামানো সম্ভব নয়।
#DonaldTrump #UkraineWar #RussiaResponse #Medvedev #TrumpUltimatum #USPolitics #NATO #RussiaUkraineConflict #Geopolitics #ImportTariff #MoscowVsWashington #MedvedevQuotes #InternationalRelations